| বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 19 বার পঠিত
দু–দুটো বিশ্বকাপ জিতেছেন অধিনায়ক হিসেবে। একটা টি২০ বিশ্বকাপ। একটা ৫০ ওভারের বিশ্বকাপ। জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। দেশের সবচেয়ে সফল অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। একটি ফার্ম খুলেছেন। এবার ধোনিকে দেখা গেল চাষের জমিতে ট্রাক্টর চালাতে। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ধোনি। সঙ্গে লিখেছেন, ‘নতুন কিছু করতে সবসময়ই ভাল লাগে। তবে কাজটা করতে বড্ড সময় লেগেছে।’
প্রসঙ্গত রাঁচিতে একটি ফার্ম হাউস খুলেছেন ধোনি। সেখানেই ট্রাক্টর চালাতে দেখা গেছে ধোনিকে। তবে কিছুক্ষণ পরে ট্রাক্টরে চালকের আসনে ধোনির পাশে আর একজনকে বসে থাকতে দেখা যায়। যা ভিডিওয় ধরা পড়েছে।
ধোনির এই ভিডিওটি ১ লক্ষের বেশি মানুষ দেখেছেন। ২৮ লক্ষ লাইক পেয়েছে পোস্টটি। আর কমেন্ট করেছেন অন্তত ৬০ হাজার জন। তাঁর আইপিএল দল চেন্নাই সুপার কিংসও ধোনির প্রশংসা করেছে।
প্রায় দুই বছর পর ইনস্টাগ্রামে ধোনিকে কিছু পোস্ট করতে দেখা গেল। এর আগে ২০২১ সালের ৮ জানুয়ারি ফার্ম হাউসেরই একটি ভিডিও পোস্ট করেছিলেন মাহি।
Posted ৬:২২ এএম | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।