| শনিবার, ০৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | 103 বার পঠিত
কোনো কারণ ছাড়াই ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুমের প্রেসিডেন্ট গ্রেগ টম্বকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
কোম্পানির বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই গ্রেগ টম্বের সঙ্গে চুক্তি বাতিল করে তাঁকে বরখাস্ত করা হয়। ২০২২ সালের জুনে দায়িত্ব নিয়েছিলেন গ্রেগ টম্ব।
জুমের একজন মুখপাত্র বলেন, ‘এখনই তাঁর বিকল্প খোঁজা হচ্ছে না।’
এর আগে গত মাসেই বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম। গত ৭ ফেব্রুয়ারি জুমের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক ইউয়ান এই ঘোষণা দেন। জুমের দাপ্তরিক ব্লগে ইউয়ান লেখেন, ‘জুম কর্মীসংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা করেছে। কঠোর পরিশ্রমী ও মেধাবী হওয়া সত্ত্বেও আমাদের মোট কর্মীর প্রায় ১৫ শতাংশ বা প্রায় ১ হাজার ৩০০ সহকর্মীকে বিদায় জানাতে হচ্ছে। চাকরিচ্যুত কর্মীদের শিগগিরই ই–মেইলে জানিয়ে দেওয়া হবে।’
এরিক ইউয়ান আরও লিখেন, ‘যুক্তরাষ্ট্রে কর্মরত কর্মীরা তাঁদের চাকরি হারানোর খবর পরবর্তী ৩০ মিনিটের মধ্যেই ই–মেইলে পেয়ে যাবেন। অন্যান্য দেশে কর্মরত কর্মীদের সেখানকার নিয়ম মেনে জানিয়ে দেওয়া হবে।’
উল্লেখ্য, ২০১১ সালে এরিক ইউয়ান ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম প্রতিষ্ঠা করেন। করোনা মহামারির আগে সেবাটি মানুষের কাছে অল্প পরিচিত হলেও মহামারির সময় টানা বিধিনিষেধ ও রিমোট অফিসের সুবাদে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে প্ল্যাটফর্মটি।
Posted ১:৩৭ এএম | শনিবার, ০৪ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।