| সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 19 বার পঠিত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মালিগ্রাম নামক স্থানে সোমবার সকালে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ নারীসহ ৫ জন নিতহ হয়েছেন।
নিহতরা হলেন- সিএনজি চালক উপজেলার ইটাখোলা বাজারের আমজাদ হোসেন (৪২), শাখারুঞ্জ চৌধুরীপাড়া মহল্লার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিস হোসেন, ক্ষেতলাল খাদ্যগুদাম মহল্লার শাহনাজ পারভিন (৪৫), ক্ষেতলাল উপজেলার বিআরডিবি অফিসের মাঠকর্মী শাহিনুর আক্তার (৩৮) ও নসিরপুর সারালপাড়া জামে মসজিদের ইমাম নওগাঁও ধামুরহাটের সিরাজুল ইসলাম।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম জানান, আজ সোমবার সকাল ১১টার দিকে জয়পুরহাট থেকে চালকসহ ৬ জন যাত্রী বোঝাই একটি সিএনজি ক্ষেতলাল যাবার পথে মালিপাড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন জাহান আহত হয়। তাকে আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
Posted ১০:১৭ এএম | সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।