মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

গণস্বাস্থ্য হাসপাতালে রাতে স্বল্প খরচে ডায়ালাইসিস

  |   বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   18 বার পঠিত

গণস্বাস্থ্য হাসপাতালে রাতে স্বল্প খরচে ডায়ালাইসিস

ঢাকায় ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে রাতের শিফটে অল্প খরচে ডায়ালাইসিস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী ৫ ফেব্রুয়ারি রবিবার রাত থেকে স্বল্প খরচের এ কর্মসূচি চালু করা হবে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো গণস্বাস্থ্য কেন্দ্রের এক প্রেস বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের ধানমন্ডিস্থ নগর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারে অল্প খরচে ৪র্থ সিফটে  (রাত ৮ টা ৩০ মিনিট) ও ৫ম শিফট (রাত ২টায়) (কিডনী) রোগীদের জন্য প্রতি সেশনে নূন্যতম এক হাজার টাকায় ডায়ালাইসিস চালু করার সিন্ধান্ত নেওয়া হয়েছে। 

মিডিয়া উপদেষ্টা জানান, সারাদেশে বিপর্যস্ত ডায়ালাইসিস ব্যবস্থা। গত কয়েকদিন ধরে পত্র-পত্রিকায় ও মিডিয়ায় চট্টগ্রামসহ রাজধানী ঢাকায় রোগীদের কান্নাকাটির একটা অসহনীয় পরিস্থিতি প্রকাশিত হয়েছে। এ অবস্থায় গণস্বাস্থ্য ধানমন্ডিস্থ নগর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারে রোগীদের রাতের বেলায় অল্প খরচে চতুর্থ ও পঞ্চম শিফটে ডায়ালাইসিস কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য একজন রোগীর প্রতি সেশনে শুধু ডায়ালাইসিসের জন্য মাত্র এক হাজার টাকা খরচ পড়বে। 

ডায়লাইসিসের বাইরের অতিরিক্ত চিকিৎসা খরচ রোগীকে বহন করতে হবে। প্রতি রাতে একশত জন রোগীকে এ সুবিধা দেওয়া যাবে। এছাড়াও বিশেষজ্ঞদের মাধ্যমে গণস্বাস্থ্য নগর হাসপাতালে অল্প খরচে বিভিন্ন রোগের সেরা চিকিৎসার সু-ব্যবস্থা আছে।

Facebook Comments Box

Posted ২:০৮ পিএম | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।