মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  |   শনিবার, ১৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   11 বার পঠিত

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ১৮ দিনে রোগটিতে ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছে ২৮ হাজার ৭৮৯ জন। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৩ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯১৪ জন।

শনিবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ২০৪ জনের। ঢাকার বাইরে শনাক্ত হয়েছে ৭১০ জনের। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৯৬৯ জন। এর মধ্যে ঢাকার ২৪১ এবং ঢাকার বাইরে ৭২৮ জন।

নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৯ হাজার ৯৬৪ জনে। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৫ হাজার ২৮৮ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৯৪ হাজার ৬৭৬ জন। এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ২৩৫ জন। আর হাসপাতালে ভর্তি আছে ৫ হাজার ১৮৬ জন।

Facebook Comments Box
বিষয় :

Posted ৩:০০ পিএম | শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।