| মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | 93 বার পঠিত
কলকাতায় আসছেন অখিলেশ যাদব। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা তৈরি হয়েছে, তবে কি এবার ফের মুখোমুখি বসছেন মমতা-যাদব? কলকাতায় বসছে সমাজবাদী পার্টির জাতীয় কার্যকরী সমিতির বৈঠক। ১১ বছর পর এই বৈঠকের স্থান হিসেবে ফের ঠিক হয়েছে কলকাতার নাম। ১৮ মার্চ থেকে দু’ দিনের বৈঠক খাস কলকাতায়। সেই বৈঠকের কারণেই শহরে আসছেন অখিলেশ। ১৭ তারিখেই তাঁর কলকাতায় পৌঁছে যাওয়ার কথা। অখিলেশ যাদবের কলকাতায় আসার খবরে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবেন সপা প্রধান?
অখিলেশ তথা সমাজবাদীর সঙ্গে তৃণমূলের সম্পর্ক ভালো বলেই জানে রাজনৈতিক মহল। বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সমর্থন জানিয়েছিল সপা। সপার সমর্থনেও দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। সূত্রের খবর, ১৭ তারিখ কলকাতা এসেই মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন অখিলেশ। তাঁদের সাক্ষাৎ হলে, কী নিয়ে আলোচনা হয়, সেদিকেই তাকিয়ে সব পক্ষ।
Posted ২:৪৪ এএম | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।