| বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | প্রিন্ট | 17 বার পঠিত
পটুয়াখালীতে পিকআপ ভ্যানকে পাশ কাটাতে গিয়ে একটি বাস খাদে পড়ে রোজা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। বুধবার ভোরে পটুয়াখালী সেতুর উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোজা কুড়িগ্রামের মুক্তারাম গ্রামের রিয়াজের মেয়ে।
আহত বাসযাত্রীরা জানান, গত মঙ্গলবার রাতে বাসটি আবদুল্লাপুর থেকে কুয়াকাটার উদ্দেশে রওয়ানা দেয়। বুধবার ভোরে পটুয়াখালী সেতুর কাছে পৌঁছালে বেপরোয়া গতিতে একটি পিকআপ ভ্যানকে পাশ কাটাতে গিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রোজাকে মৃত ঘোষণা করেন। আহত সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নিহত শিশু রোজার মা অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
পটুয়াখালী সদর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, গাড়ির চালক ও হেলপারসহ আহত সবাই হাসপাতালে ভর্তি রয়েছেন। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Posted ৩:০৮ এএম | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।