| রবিবার, ০৭ অগাস্ট ২০২২ | প্রিন্ট | 123 বার পঠিত
বিশ্বের চতুর্থ ব্যক্তি হিসেবে এইচআইভি ভাইরাস থেকে মুক্তি পেলেন ৬৬ বছর বয়সী এক ব্যক্তি। শুধু এইডস নয়, ওই ব্যক্তি ক্যানসারেও আক্রান্ত ছিলেন বলে খবর। আপাতত তার দেহে ক্যানসারেরও কোনও লক্ষণ নেই বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। আমেরিকার ক্যালিফোর্নিয়ার ঘটনা এটি।
শুক্রবার কানাডার মন্ট্রিয়েলে শুরু হওয়া বিশ্ব এইডস সম্মেলনে এই খবর প্রকাশ করেন বিজ্ঞানীরা। এই নিয়ে বিশ্বে কেবল চারজন ব্যক্তি এইডস থেকে মুক্তি পেলেন। চিকিৎসকরা জানিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি ১৯৮৮ সালে এইডস রোগে আক্রান্ত হন। ২০১৯ সালে ব্লাড ক্যানসার ধরা পড়ে তার।
চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসার জন্য তারা বোন ম্যারো প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেন। সহজ ভাষায় বলতে গেলে, হাড়ের মজ্জার যে অংশ থেকে রক্তকণিকা তৈরি হয়, সেই অংশ প্রতিস্থাপন করা হয় এই প্রক্রিয়ায়। বিভিন্ন ধরনের পরীক্ষায় মিল পাওয়া গেলে সুস্থ ব্যক্তির দেহ থেকে ‘স্টেম সেল’ সংগ্রহ করে রোগীর দেহে কৃত্রিম ভাবে সেই ‘স্টেম সেল’ প্রবেশ করানো হয়।
এই ক্ষেত্রে যিনি স্টেম সেল দিয়েছিলেন সেই ব্যক্তির দেহে সিসিআর ৫ নামক একটি জিন অনুপস্থিত ছিল। এই জিনের অনুপস্থিতি মানবদেহকে এইচআইভি ভাইরাসকে প্রতিহত করতে সহায়তা করে। ফলে বোন ম্যারো প্রতিস্থাপন করার পর সুস্থ হয়ে গিয়েছেন রোগী।
Posted ৩:৫৯ পিএম | রবিবার, ০৭ অগাস্ট ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।