শুক্রবার ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ইতিহাসের ‘সবচেয়ে উষ্ণতম’ দিন দেখলো বিশ্ব

  |   বুধবার, ০৫ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   40 বার পঠিত

ইতিহাসের ‘সবচেয়ে উষ্ণতম’ দিন দেখলো বিশ্ব

রেকর্ডকৃত ইতিহাসের উষ্ণতম দিন দেখল বিশ্ব। দিনটি ছিল গত সোমবার (৩ জুলাই)। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন এ তথ্য জানিয়েছে।

তাপমাত্রার রেকর্ড রাখা শুরুর পর থেকে এযাবৎকালের মধ্যে ৩ জুলাই বৈশ্বিক গড় তাপমাত্রা ১৭ দশমিক শূন্য ১ ডিগ্রি সেলসিয়াস বা ৬২ দশমিক ৬২ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়।

১৯৭৯ সালে তাপমাত্রা ও আবহাওয়ার খবর রাখতে স্যাটেলাইট মনিটরিং রেকর্ড শুরু হয়। এ রেকর্ডের তথ্য অনুযায়ী, এদিন তাপমাত্রা ছিলো আগের যেকোনো দিনের চেয়ে বেশি।

বিশেষজ্ঞদের ধারণা, ১৯ শতকের শেষ দিকে আবহাওয়ার যান্ত্রিক রেকর্ড শুরুর পর থেকে চলতি মাসের ৩ তারিখটি সবচেয়ে উত্তপ্ত দিন ছিল।

গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তীব্র গরম পড়েছে। পাশাপাশি চীনের ওপর দিয়ে বয়ে যাচ্ছে ভয়াবহ তাপদাহ। দেশটির কিছু কিছু অঞ্চলের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এ ছাড়া উত্তর আফ্রিকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছেছে। এমনকি অ্যান্টার্টিকা, যেখানে বর্তমানে শীতকাল চলছে, সেখানেও তাপমাত্রা বেশি। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে ক্রমবর্ধমান এল নিনো প্যাটার্নের সংমিশ্রণে তাপমাত্রা এতটা বৃদ্ধি পেয়েছে।

এর আগে, ২০১৬ সালের আগস্ট মাসে বিশ্বের গড় তাপমাত্রা সর্বোচ্চ ১৬ দশমিক ৯২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে ক্রমবর্ধমান এল নিনো প্যাটার্নের সংমিশ্রণে দিন দিন তাপমাত্রা বাড়ছে।

Facebook Comments Box

Posted ৮:৫২ এএম | বুধবার, ০৫ জুলাই ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।