| শনিবার, ০৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | 11 বার পঠিত
একুশে বইমেলায় আনন্দমুখর পরিবেশে অন্বয় প্রকাশ স্টলের সামনে ইউ.এস.এ পরানে আগ্রাবাদের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ওয়াহিদুজ্জামান বকুলের সম্পাদনায় বহুল প্রত্যাশিত “পরানে আগ্রাবাদ” বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
বইটির মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক মোহিত কামাল, পরানে আগ্রাবাদের প্রতিষ্ঠাতা হারুনর রশীদ পিন্টু, ইউ.এস.এ পরানে আগ্রাবাদের প্রতিষ্ঠাতা খোরশেদ আলম বাবু, কথাসাহিত্যিক ও মোটিভেশন স্পিকার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, মেজর জেনারেল মাহাবুবর রশীদ, অন্বয় প্রকাশ স্টলের স্বত্বাধীকারী প্রকাশক হুমায়ুন কবি ঢালী।
বইটির সম্পাদক বলেন -এই বই প্রকাশের মাধ্যমে আমরা আমাদের সোনালী অতীতকে বর্তমানের হাত ধরে ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই। যেন আজকের এ পরানের আগ্রাবাদের অতীত সমৃদ্ধির কথা জেনে আমাদের সন্তানরা নিজেদের অনুপ্রানিত করে এই বই প্রকাশের ধারাকে অব্যাহত রাখে।
Posted ১১:২২ পিএম | শনিবার, ০৪ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।