| রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 15 বার পঠিত
রবিবার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের দিল্লি মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সা’দের বড় ছেলে মাওলানা ইউসুফ। প্রায় আধা ঘণ্টা ধরে চলে মোনাজাত।
দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে শনিবার রাত থেকেই তুরাগ তীরে আসেন বহু মানুষ। প্রথম পর্বের মতো না হলেও রবিবার ভোর থেকে মানুষের স্রোত আরো বাড়তে থাকে ইজতেমা ময়দানের দিকে। সকাল ১০টার আগেই কানায় কানায় পূর্ণ হয় ইজতেমা ময়দান। ময়দানে যারা জায়গা পাননি, তারা আশপাশের সড়কে পাটি, বিছানা ও পেপার বিছিয়ে বসে পড়েন।
মাওলানা ইউসুফ মোনাজাত শুরু করলে মুহূর্তের মধ্যেই সমগ্র ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় পিনপতন নীরবতা নেমে আসে। ‘আমিন আল্লাহুমা আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর। ধনী-গরিব, নেতাকর্মী নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ আল্লাহর দরবারে দুই হাত তুলে প্রার্থনা করেন।
Posted ৭:১৭ এএম | রবিবার, ২২ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।