| বুধবার, ১৪ জুন ২০২৩ | প্রিন্ট | 32 বার পঠিত
দুই বন্ধু খেতে বসেছিল রেস্তোরাঁয়। এ সময় একজন মজা করে একটি সসের বোতলের মুখ চেটে রেখে দেয়। এ অদ্ভুত কাজের ভিডিও পোস্ট করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। আর তাতেই হুলস্থুল কাণ্ড ঘটে গেছে। ধস নেমেছে জাপানের সুশি চেইন শপ সুশিরোর ব্যবসায়।
অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় হতভম্ব রেস্তোরাঁ কর্তৃপক্ষও ছাড় দেওয়ার পাত্র নয়। তারা ৬৭ মিলিয়ন ইয়েন (৫ কোটি ২১ লাখ টাকা) ক্ষতিপূরণ চেয়ে মামলা ঠুকে দিয়েছে ওই কিশোরের নামে।
বিচিত্র এ ঘটনা ঘটেছে জাপানের গিফু প্রশাসনিক অঞ্চলে। কিশোরের ওই ঘটনাকে চেইন শপ কর্তৃপক্ষ বলছে, সুশি সন্ত্রাসবাদ। ভিডিওতে দেখা যায়, ওই কিশোর সয়া সসের বোতল এবং অব্যবহৃত চায়ের কাপ চেটে দিচ্ছে। এ ছাড়া পাশ দিয়ে যাওয়া প্লেটভর্তি সুশি সে স্পর্শ করছে লালাযুক্ত হাতে।
জানুয়ারিতে এ ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই চেইন শপটির রেস্তোরাঁয় গ্রাহকের পদচারণা তলানিতে নেমেছে। এতে মাত্র দুই দিনে চেইন শপটির মূল প্রতিষ্ঠানের বাজার মূলধন কমেছে ১৬ বিলিয়ন ইয়েন (১ হাজার ২৪৬ কোটি টাকা)।
আকিন্দো সুশিরো জানায়, দেশজুড়ে ৬০০ খাবারের দোকানে প্লাস্টিকের প্রতিবন্ধক স্থাপনেই খরচ হয়েছে ৯০ মিলিয়ন ইয়েন। এটি করা হয়েছে সুশি সন্ত্রাসবাদের হাত থেকে রক্ষার জন্য, যা জাপানে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সূত্র: এনডিটিভি
Posted ১২:০২ পিএম | বুধবার, ১৪ জুন ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।