শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

যে পার্কে খুঁজে পাওয়া হীরে সঙ্গে করে নিয়ে যেতে পারেন দর্শনার্থীরা

  |   শুক্রবার, ১৭ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   66 বার পঠিত

যে পার্কে খুঁজে পাওয়া হীরে সঙ্গে করে নিয়ে যেতে পারেন দর্শনার্থীরা

টাকা ‍কুড়িয়ে পাওয়া যায় বলে শোনা যায়। কিন্তু হীরাও কি কুড়িয়ে পাওয়া যায়? কেমন হয়, যদি মাটি খুঁজে পাওয়া যায় হীরার টুকরো? শুনতে অবাস্তব মনে হলেও যুক্তরাষ্ট্রের একটি পার্কে মাটি খুঁড়ে পাওয়া যায় হীরা। প্রতিদিনই পার্কটি থেকে একটি-দুটি হীরার টুকরা খুঁজে পান দর্শনার্থীরা। যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের জাতীয় পার্ক এটি। হীরার খোঁজার জন্য ৩৭ দশমিক ৫ একর জায়গার বিশেষ একটি অংশ আলাদা করে চিহ্নিত করা আছে পার্কটিতে। পার্কটির নাম ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্ক।

সম্প্রতি পার্কটি থেকে ৩ দশমিক ২৯ ক্যারেটের বাদামী বর্ণের একটি বড় হীরা খুঁজে পেয়েছেন টেনেসি অঙ্গরাজ্য থেকে আসা পর্যটক ডেভিড অ্যান্ডারসন।

তিনি বলেন, ‘প্রথমে এটিকে সাধারণ পাথর মনে করেছিলাম। কিন্তু এটি জ্বলজ্বল করছিল। হাতে নিয়ে বুঝতে পারলাম এটি আসলেই হীরা।’

২০০৭ সালে টেলিভিশনে পার্কটির সম্পর্কে জানতে পারেন অ্যান্ডারসন। তারপর থেকেই নিয়মিত এই পার্কে তার যাতায়াত। তিনি বলেন, ‘প্রথমবার দেড় ক্যারেটের হীরা পেয়ে আমি হতবাক হয়ে গিয়েছিলাম।

এরপর পার্কটি থেকে প্রায় ৪০০ হীরা খুঁজে পেয়েছেন তিনি।

১৯০৬ সালের পর থেকে প্রায় ৭৫ হাজার হীরা পাওয়া গেছে পার্কটি থেকে। ১৯৭২ সালে পার্কটি জাতীয়করণ করে আরকানসাস অঙ্গরাজ্য। চলতি বছরেও পার্কটি থেকে প্রায় ১২৪ টি হীরা খুঁজে পেয়েছেন দর্শনার্থীরা।

দর্শনার্থীরা পার্কে প্রবেশের পরে কর্তৃপক্ষের কাছ থেকে মাটি খোঁড়ার প্রয়োজনীয় সরঞ্জাম ভাড়া নিতে পারেন। এমনকি খুঁজে পাওয়া পাথর অথবা খনিজ বিনামূল্যে শনাক্তও করে দেয় পার্ক কর্তৃপক্ষ।

সবচেয়ে মজার বিষয় হলো, খুঁজে পাওয়া হীরে সঙ্গে করে নিয়ে যেতে পারেন দর্শনার্থীরা। সূত্র: বিবিসি

Facebook Comments Box

Posted ৩:২১ এএম | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।