| বুধবার, ২১ জুন ২০২৩ | প্রিন্ট | 27 বার পঠিত
মাত্র ১২ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফুলারটন কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়েছেন ক্লোভিস হাং।
সংবাদমাধ্যমকে সে জানিয়েছে, তার এ সাফল্যের পেছনে রয়েছে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা।
২০২০ সালে এক সংবাদ প্রতিবেদন থেকে সে জানতে পারে, জ্যাক রিকো নামে ১৩ বছর বয়সি এক ছাত্র ফুলারটন কলেজ থেকে চারটি ডিগ্রি অর্জন করে সর্বকনিষ্ঠ স্নাতকের রেকর্ড করেছে।
তার পরই তার ওই রেকর্ড ভাঙার চেষ্টা করার ইচ্ছা হয়। তবে নিজেই সর্বকনিষ্ঠ বয়সে গ্র্যাজুয়েট হওয়ার খেতাব সে জিততে পারবে, তা ভাবেনি।
কলেজসূত্রে জানা গেছে, হাং পাঁচটি বিষয় নিয়ে পড়াশোনা করে গ্র্যাজুয়েট হয়েছে।
সেগুলো হলো ইতিহাস, সমাজবিজ্ঞান, সামাজিক আচরণ ও উন্নয়ন, শিল্প ও মানবিক অভিব্যক্তি, বিজ্ঞান ও গণিত।
ক্লোভিস বলে, ‘তিন বছরের কঠোর পরিশ্রমের জন্য আমি নিজেকে নিয়ে সত্যিই গর্বিত বোধ করি।’
আগামী বছর ৬ নম্বরের একটি বিষয় নিয়ে ডিগ্রি নেওয়ার ইচ্ছা রয়েছে ক্লোভিসের।
ক্লোভিস বলে, ‘আমার প্রিয় বিষয় ইতিহাস কারণ আমি ভ্রমণ পছন্দ করি। আমি ২৩টি দেশে গিয়েছি এবং আমার প্রিয় দেশ মিসর। কারণ আমার পিরামিড দেখতে ভালো লাগে।’
জীববিজ্ঞানের অধ্যাপক কেনেথ কলিন্স বলেন, ‘ক্লোভিসের বয়স আমাকে প্রথমে চিন্তিত করেছিল। কিন্তু পরে এটা কখনোই সমস্যা হিসেবে সামনে আসেনি।’
কলিন্স একটি বিবৃতিতে বলেছেন, ‘সে এতটাই পরিপক্ব যে অন্য ছাত্ররা তাকে গুরুত্বসহকারে নেয়। তারা ক্লোভিসকে ছোট ভাইয়ের মতো দেখাশোনা করে এবং উৎসাহিত করে।’
ক্লোভিস জানায়, সে বাণিজ্যিক পাইলটিং ও মহাকাশে ক্যারিয়ারে আগ্রহী।
তার বাবা চোই বলেন, ক্লোভিস যেকোনো সাধারণ শিশুর মতো। ও বয় স্কাউটসে আছে এবং বাস্কেটবল উপভোগ করে। ও রবলক্স এবং মাইনক্রাফ্টের মতো ভিডিও গেমও খেলে।
ক্লোভিস বলে, ‘আশা করি ভবিষ্যতে আমি কিছু উদ্ভাবন করতে পারব। আমি ইলন মাস্কের মতো অন্যান্য বুদ্ধিমান লোকের সঙ্গে সাক্ষাৎ করারও আশা রাখি।’
Posted ৩:১৭ পিএম | বুধবার, ২১ জুন ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।