| বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ | প্রিন্ট | 30 বার পঠিত
আরও ৫২ বাংলাদেশি যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরেছেন।
আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা।
এর আগে বুধবার ১৭৬ বাংলাদেশি পোর্ট সুদান থেকে সুদানের বদর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে জেদ্দায় পৌঁছান, যাদের মধ্যে ৫২ জন দেশে ফিরে এলেন আজ।
রিয়াদের বাংলাদেশ দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, আজকের মধ্যে কাতার এয়ারলাইন্সে আরও ১৩০ জন ও মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৩৮ জনের দেশে ফেরার কথা রয়েছে।
গত সোমবার যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৬ বাংলাদেশি। বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। দেশে ফেরাদের মধ্যে নারী, শিশু ও অসুস্থ প্রবাসী ছিলেন।
সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।
Posted ৮:১৯ এএম | বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।