| মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 38 বার পঠিত
চীন দীর্ঘ দিন বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ছিল। সম্প্রতি সেই স্থান নিয়েছে ভারত। জনসংখ্যা কমার বিষয়টাকে সংকট হিসেবে চিহ্নিত করে তা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে চীন। এবার সেই উদ্যোগে যুক্ত হলো শিক্ষার্থীদের অর্থের বিনিময়ে শুক্রাণু দান প্রকল্প।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, ২০ থেকে ৪৫ বছর বয়সি শিক্ষার্থীরা ৫০ দিন পর পর সর্বোচ্চ ২০ বার শুক্রাণু দিতে পারবেন। এটা একটা প্যাকেজ। কেউ ২০ বার শুক্রাণু দিলে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। সঙ্গে আসা-যাওয়ার খরচ বাদে দেওয়া হবে ৬ হাজার ১০০ ইউয়ান, যা বাংলাদেশি টাকায় ৯১ হাজার ৬২৫।
শুক্রাণু দিতে এক শিক্ষার্থীর ৫ ফিট ৪ ইঞ্চির বেশি উচ্চতা থাকতে হবে। ধূমপায়ী, মাদকাসক্ত ও সমকামি হওয়া যাবে না। শুক্রাণুর নমুনাগুলো কমপক্ষে চারটি মানদণ্ডে মূল্যায়ন করা হবে- ঘনত্ব, আয়তন, গঠন এবং গতিশীলতা।
Posted ৩:৪৮ এএম | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।