শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বিমানে না চড়ে বিশ্বভ্রমণ, বাড়ি ফিরলেন প্রায় ১০ বছর পর

  |   রবিবার, ০৬ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   25 বার পঠিত

বিমানে না চড়ে বিশ্বভ্রমণ, বাড়ি ফিরলেন প্রায় ১০ বছর পর

ডেনমার্কের তরবিয়র্ন থর পেডেরসেন ২০১৩ সালের ১০ অক্টোবর বের হন অদ্ভুত এক ভ্রমণে। তিনি পরিকল্পনা করেন, বিশ্বের সব দেশ ঘুরবেন, কিন্তু কোনো দেশে যেতে উড়োজাহাজে চড়বেন না। নিজ ভ্রমণের স্বার্থে পেছনে ফেলে আসেন বান্ধবী, চাকরি, পরিবার সবকিছু। প্রায় দশ বছর পর তার সে লক্ষ্য পূরণ হয়েছে। অবশেষে তিনি ফিরেছেন নিজ দেশে।

পেডেরসেন শুরুতেই নিজের জন্য কয়েকটি নিয়ম ঠিক করে নিয়েছিলেন, যেমন প্রতিটি দেশে তিনি অন্তত ২৪ ঘণ্টা থাকবেন, যতটা সম্ভব সস্তায় থাকার চেষ্টা করবেন, দিনপ্রতি মাত্র ২০ ডলার খরচ করবেন ইত্যাদি। ডেনমার্কের ওই নাগরিকের লক্ষ্য পূরণ হয় ২৪ মে। সেদিন তিনি সফলভাবে তার তালিকার চূড়ান্ত ও ২০৩তম দেশ মালদ্বীপ সফর করেন।

লক্ষ্য পূরণের পর ডেনমার্কে ফেরার সময়ও উড়োজাহাজে চড়েননি পেডেরসেন। সিএনএনের প্রতিবেদন বলছে, তার জন্য আকাশপথে ফেরাটাই সহজ হতো। কিন্তু পেডেরসেন চেয়েছিলেন পরিকল্পনা পুরোপুরিভাবে সম্পন্ন করতে। বাড়ি ফেরার জন্য বেছে নেন বড় আকারের কন্টেইনার বহনকারী জাহাজ। ৩৩ দিন সমুদ্রে কাটানোর পর বাড়ি ফেরেন তিনি।

এ প্রসঙ্গে পেডেরসেন বলেন, জাহাজে করে বাড়ি ফেরার একটি ঐতিহাসিক মর্ম রয়েছে। মানুষ দিগন্তের দিকে তাকিয়ে এটি দেখতে পারবে এবং হাত নাড়তে পারবে, যখন আমি ফেরার পথ ধরে এগিয়ে আসব। আর এটিই শেষ করার যথাযথ উপায় বলে মনে হয়েছিল।

সফরকালে পেডেরসেন ড্যানিশ রেডক্রসের শুভেচ্ছাদূত ছিলেন বলে উল্লেখ করেছে সিএনএন। সূত্র : সিএনএন

Facebook Comments Box

Posted ২:১১ পিএম | রবিবার, ০৬ অগাস্ট ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।