| শুক্রবার, ০৪ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 39 বার পঠিত
ধারণা করা হয়, এমন একটা সময় আসবে, যখন মানুষের অধিকাংশ কাজ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। সেই পথে মানবজাতিকে অনেকটা এগিয়ে নিয়েছে মেশিন লার্নিং মডেল চ্যাটজিপিটি। কনটেন্ট লেখা কিংবা প্রতিক্রিয়া জানানোর গণ্ডি পেরিয়ে এবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে এ চ্যাটবট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলরাডোয় এক দম্পতির বিয়ের অনুষ্ঠানে পুরোহিতের দায়িত্ব পালন করে চ্যাটজিপিটি।
মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদন বলছে, গত মাসের শেষের দিকে বিয়ে করেছেন রিচ ওয়েঞ্চ ও ডেটন টুইট দম্পতি। ব্যস্ততা থাকায় মাত্র পাঁচ দিনের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্নের পরিকল্পনা করেন তারা। কিন্তু বিধি বাম। বিয়ের অনুষ্ঠানে আসতে পারেননি পুরোহিত। এমন পরিস্থিতিতে পুরোহিতের পরিবর্তে চ্যাটবট ব্যবহারের প্রস্তাব দেন কনের বাবা। কলরাডোয় বিয়ে করাতে লাইসেন্সপ্রাপ্ত কর্মকর্তার থাকা নিয়ে কোনো বাধ্যবাধকতা না থাকায় এ পথ বেছে নেন তিনি।
ওই প্রতিবেদন বলছে, প্রথমে এ কাজ করতে নারাজি জানায় চ্যাটজিপিটি। সে জানিয়েছিল, তার চোখ নেই, দৈহিক আকার নেই, তাই বিয়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ সে সম্পন্ন করতে পারবে না। কিন্তু পরে রাজি হয়। তখন ওই দম্পতি চ্যাটবটকে নিজেদের ব্যক্তিগত তথ্য দিলে সে অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সে।
Posted ৩:৩৮ এএম | শুক্রবার, ০৪ অগাস্ট ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।