| সোমবার, ১০ জুলাই ২০২৩ | প্রিন্ট | 47 বার পঠিত
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত পুনর্নির্বাচনের দিনটিও মৃত্যুহীন গেল না। সোমবার (১০ জুলাই) সকাল থেকে তিনজনের মৃত্যুর খবর এসেছে।
শনিবার (৮ জুলাই) একধাপে পশ্চিমবঙ্গের ২২টি জেলায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কলকাতা বাদ দিয়ে রাজ্যটির ২২ জেলার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভোট হয়েছিল দ্বি-স্তর বিশিষ্ট। বাকি জেলাগুলিতে ত্রি-স্তর বিশিষ্ট (গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ) অংশে ভোট হয়। মোট ৬১ হাজার ৬৩৬টি বুথে ভোট দিয়েছিলেন সাড়ে ৫ কোটির বেশি ভোটার। ভোটের সহিংসতায় ১৬ জনের মৃত্যুর খবর এসেছিল। পরে চরম অশান্তির কারণে কয়েকটি বুথের ভোট বাতিল হয়ে যায়।
এরপর রোববার রাজ্য নিবার্চন কমিশন জানিয়েছিল, সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে, ১৯ জেলার ৬৯৬টি বুথে। তবে এ দিনও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।
ভোটের দিন ৮ জুলাই আক্রান্ত হয়েছিলেন মুর্শিদাবাদ জেলার দুই তৃণমূল কর্মী। অভিযোগ, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতকারীরা বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে অবস্থার অবনতি হলে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার তাদের মৃত্যু হয়।
ডিএমকে ২৪ ঘণ্টার মধ্যে নিহতদের বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানা গেছে।
শনিবার পশ্চিমবঙ্গে ৭৩ হাজার ৮৮৭টি আসনে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার প্রার্থী ছিলেন ২ লাখের বেশি। ভোট পড়েছে প্রায় ৬৬.২৮ শতাংশ, যা রেকর্ড।
এদিকে রাজ্যের ১৯ জেলার ৬৯৬টি ভোটকেন্দ্রে সোমবার নতুন করে ভোটগ্রহণ চলছে। বিভিন্ন ধরনের সংঘর্ষ ও অভিযোগের কারণে শনিবার এসব কেন্দ্রের ভোট বাতিল করা হয়।
Posted ১:০৩ পিএম | সোমবার, ১০ জুলাই ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।