সোমবার ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

‘নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরে নিয়ে যাচ্ছে ভারতীয় জেলেরা’

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   163 বার পঠিত

‘নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরে নিয়ে যাচ্ছে ভারতীয় জেলেরা’

‎মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞার সময় নদী ও সাগর থেকে ভারতীয় জেলেদের মাছ ধরে নিয়ে যাচ্ছে। এটা অন্যায়; আমরা দেশ হিসেবে প্রতিবাদ জানাচ্ছি।

বুধবার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‎উপদেষ্টা ফরিদা আখতার বলেন, দেশে পশুখাদ্যের দাম কিছুটা অনিয়ন্ত্রিত অবস্থায় আছে। পশুখাদ্যের দাম কমাতে না পারলে ডিম ও মাংসের দাম কমানো সম্ভব হবে না এবং খামারিরাও ন্যায্য দাম পাচ্ছে না।

তিনি বলেন, কিছু কিছু বড় কোম্পানি ও উৎপাদনকারী রয়েছে, তারা নিয়ন্ত্রণহীন অবস্থায় আছে বলে পশুখাদ্যের দাম কিছুটা অনিয়ন্ত্রিত অবস্থায় আছে। ‎আমরা নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চাচ্ছি যে, পশুখাদ্যের দাম কি করে কমানো যায় এবং পশুখাদ্য যেন নিরাপদ থাকে।

এর আগে সকালে বিএলআরআইয়ের সম্মেলন কক্ষে (চতুর্থতলা) এই কর্মশালার আয়োজন করা হয়। এ সময় বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে কর্মশালাটির উদ্বোধন করেন উপদেষ্টা ফরিদা আখতার।

অনুষ্ঠানে বিএলআরআইয়ের চলমান বিভিন্ন গবেষণা কার্যক্রমসমূহ এবং আয়োজিত কর্মশালার সার সংক্ষেপ তুলে ধরেন ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. জিল্লুর রহমান।

উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দেশের প্রাণিসম্পদের উৎপাদন ও সমস্যা চিহ্নিত করতে গবেষণা করা হচ্ছে। পাশাপাশি প্রাণিজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে বিএলআরআই কাজ করে চলেছে; যা দেশের কৃষি ও খামারিদের জন্য ব্যাপক ভূমিকা পালন করছে।

‎উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাণী ও পোলট্রি উৎপাদন এবং খামার বিশেষজ্ঞ, খামারি, উদ্যোক্তা ও বিএলআরআইয়ের বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী ও কর্মকর্তারা।

দুই দিনের এই কর্মশালায় ছয়টি সেশনে সর্বমোট ৩০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। এর মধ্যে প্রথম দিন ‘অ্যানিম্যাল অ্যান্ড পোল্ট্রি ব্রিডিং অ্যান্ড জেনেটিকস’ শীর্ষক প্রথম সেশনে ৬টি, ‘অ্যানিম্যাল অ্যান্ড পোল্ট্রি ডিজিজ অ্যান্ড হেলথ’ শীর্ষক দ্বিতীয় সেশনে ৬টি এবং ‘এনভায়রনমেন্ট, ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক তৃতীয় সেশনে ৫টি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে।

কর্মশালার দ্বিতীয় দিনে ‘বায়োটেকনোলজি অ্যান্ড ডেইরি রিসার্চ’ শীর্ষক চতুর্থ সেশনে ৬টি, ‘নিউট্রিশন, ফিডস অ্যান্ড ফিডিং ম্যানেজমেন্ট’ শীর্ষক পঞ্চম সেশনে ৫টি এবং ‘সোশিও-ইকোনোমিকস অ্যান্ড ফার্মিং সিস্টেম রিসার্চ’ শীর্ষক ষষ্ঠ ও সর্বশেষ সেশনে ৫টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।

প্রবন্ধ উপস্থাপনার পাশাপাশি কর্মশালায় বিএলআরআইয়ের চলমান বিভিন্ন গবেষণার উপর মোট ৬১টি পোস্টারও প্রদর্শন করা হবে।

‎আগামী ২৩ অক্টোবর বিশেষজ্ঞ সুপারিশ পর্যালোচনা ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী চলমান ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৫’ এর শেষ হবে।

Facebook Comments Box

Posted ৩:৫০ পিএম | বুধবার, ২২ অক্টোবর ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।