মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নারী আম্পায়ারে আপত্তি, কী ঘটেছিল মোহামেডান-প্রাইম ব্যাংক ম্যাচে?

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   22 বার পঠিত

নারী আম্পায়ারে আপত্তি, কী ঘটেছিল মোহামেডান-প্রাইম ব্যাংক ম্যাচে?

মোহামেডান-প্রাইম ব্যাংক ম্যাচ নিয়ে বিতর্ক শেষ হচ্ছে না। মুশফিকুর রহিমের আউট নিয়ে সমালোচার ইতি না ঘটতেই শুরু হয়ে গেছে আম্পায়ার-বিতর্ক।

খবর ছড়িয়ে পড়েছে, নারী আম্পায়ার সাথিরা জাকির জেসির অধীনে ম্যাচ খেলতে চাননি প্রাইম ব্যাংক ও মোহামেডানের ক্রিকেটাররা। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে, গত ২৫ এপ্রিল শেরে বাংলা স্টেডিয়ামে মোহামেডান ও প্রাইম ব্যাংক ম্যাচ শুরুর আগে নারী ফিল্ড আম্পায়ার সাথিরা জাকির জেসির অধীনে খেলা নিয়ে আপত্তি তুলেছিল মোহামেডান ও প্রাইম ব্যাংক।

সংবাদে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘তারা (দুই দল) এই বিষয়ে অভিযোগ জানিয়েছিল। কিন্তু পরে মেনে নিয়েছে। তিনি (জেসি) একজন আইসিসির অফিসিয়াল আন্তর্জাতিক আম্পায়ার। তাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, অবশ্যই মূল্যায়ন করে দেওয়া হয়েছে। এখন এটা না মানলে তো আমরা বৈষম্য করছি।’

বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটি চেয়ারম্যানের ওই ভাষ্য অন্য বার্তা বহন করেছে। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে, জেসি নারী বলেই মোহামেডান আর প্রাইম ব্যাংকের আপত্তি।

আসলে কি ঘটনাটা তেমন? মোহামেডান আর প্রাইম ব্যাংক কি সত্যিই নারী আম্পায়ার সাথিরা জাকির জেসির অধীনে খেলতে চায়নি? খোঁজ নিয়ে জানা গেছে, বিষয়টা এমন নয়।

মোহামেডান আর প্রাইম ব্যাংক দুই শিবিরেই কথা বলে জানা গেছে, তারা জেসির বিপক্ষে অফিসিয়াল কোনো অভিযোগ করেনি। মানে লিখিত কোনো আপত্তিপত্র আম্পায়ার্স বোর্ডে জমা দেয়নি।
২৫ এপ্রিল মোহামেডান আর প্রাইম ব্যাংক ম্যাচের ম্যাচ রেফারি জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, ‘আমার কাছে লিখিত কোনো আপত্তি দেয়নি দু দলের কেউ। আর সেটা আমার কাছে দেওয়ার কথাও না। আম্পায়ারের ব্যাপারে আপত্তি থাকলে সেটা জানাতে হয় বিসিবি আম্পায়ার্স কমিটিতে যারা ম্যাচ আম্পায়ার ও স্কোরার নিয়োগ দেন তাদের কাছে।’

বিসিবি আম্পায়ার্স অ্যালটমেন্ট কমিটির দায়িত্বে যিনি আছেন, তার নাম অভি। তিনি দেশে নেই। দুবাইতে আম্পায়ার্স সেমিনারে যোগ দিতে গেছেন। তার বদলে প্রতি খেলায় আম্পায়ার নিয়োগ প্রক্রিয়া দেখভালের দায়িত্বে আছেন তৌহিদ। তিনি শনিবার রাতে মুঠোফোনে জানান, ‘আমি এ সম্পর্কে কিছুই জানি না। আমার কাছে কোনো দল আনুষ্ঠানিকভাবে কোনোরকম আপত্তি জানায়নি।’

Facebook Comments Box

Posted ৪:৪৯ পিএম | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।