নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৭ জুলাই ২০২৪ | প্রিন্ট | 19 বার পঠিত
আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ সময় বেশ কয়েকজন আহত ও দুই জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিক নাশীর উদ্দিন বিবিসি বাংলাকে বলেন, “বুধবার সকালে সিন্ডিকেট সভায় ক্যাম্পাস বন্ধ ও হল খালি করার ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীরা রেজিস্টার ভবন ঘেরাও করেছিল।
বিকেলের দিকে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে”। পরে পুলিশের উপস্থিতিতে আটকে পড়া শিক্ষকরা রেজিস্টার ভবন থেকে বের হয়ে চলে যান।
এর কিছুক্ষণ পর বিকেল সোয়া পাঁচটার দিকে পুলিশ এসে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড মেরে শিক্ষার্থীদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। এসময় রাস্তায় অবস্থান করে পুলিশের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
বিকেল থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে সংঘর্ষ সন্ধ্যা নাগাদ পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে বলে জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহাগ আহমেদ।
Posted ৩:৪৬ পিএম | বুধবার, ১৭ জুলাই ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।