মঙ্গলবার ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

স্বাধীনতা দিবসে ‘বড় হামলার’ পরিকল্পনা করছে রাশিয়া: ইউক্রেন

  |   শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   115 বার পঠিত

ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা দাবি করেছে, আগামী সপ্তাহে ইউক্রেনের স্বাধীনতা দিবসে বড় হামলার পরিকল্পনা করছে রাশিয়া। ইউক্রেনের একাধিক কর্মকর্তাও সম্প্রতি বলেছেন, ২৪ আগস্ট স্বাধীনতা দিবসে রাশিয়া হামলার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সাময়িকী নিউজউইক এখবর জানিয়েছে।

কিয়েভ পোস্ট বৃহস্পতিবার ইউক্রেনীয় এনজিও সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্স (স্ট্র্যাটকম) নিজেদের ওয়েবসাইটে লিখেছে, ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্রের গোলাবর্ষণ অবশ্যম্ভাবী। ২০ আগস্টের আগে রাশিয়া বেশ কয়েকটি ট্রেনের আগমণ ইঙ্গিত দিচ্ছে স্বাধীনতা দিবসে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।

এ বছর ৩১তম স্বাধীনতা দিবস পালন করবে ইউক্রেন। দিনটিতে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে ইউক্রেনের স্বাধীনতা অর্জন উদযাপন করা হয়।এই মাসের শুরুতে স্ট্র্যাটকম বলেছিলে, ক্ষেপণাস্ত্রসহ ভারী গোলাবারুদ নিয়ে রুশ ট্রেন ইউক্রেনীয় সীমান্তের দিকে এগোচ্ছে। বার্ষিক ছুটির আগের দিনশনিবার ইউক্রেনে পৌঁছাতে পারে।

ইউক্রেনীয় সেনাবাহিনীর রিজার্ভ কর্নেল ওলেগ ঝডানভ বলেছেন, তার বিশ্বাস ইতোমধ্যে বেলারুশে অভিযান শুরু হয়ে গেছে। যুদ্ধের শুরুতে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো রাশিয়ার ব্যাপক সেনা মোতায়েনের অনুমতি দিয়েছিলেন।

মঙ্গলবার ইউক্রেনীয় বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইনহাত বলেন, বেলারুশের কাছ থেকে সময় হুমকি রয়েছে। পূর্ণাঙ্গ আক্রমণের আগে এই বেলারুশের ভূখণ্ড ব্যবহার করেছে রাশিয়া। তাই আমাদের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।

ইনহাত আরও বলেছেন, রাশিয়া সব সময় নির্দিষ্ট দিবসকে কাজে লাগিয়েছে।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদফতর রাশিয়ার একজন সেনা ও তার মায়ের রেকর্ডকৃত কথোকপকথন প্রকাশ করেছে। এতে ওই রুশ সেনা বলেছেন, রাশিয়া ধারণা করছে পাল্টা হামলা চালানোর জন্য ইউক্রেনের সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে।

Facebook Comments Box

Posted ৫:০৬ পিএম | শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।