| বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 22 বার পঠিত
আগামী ডিসেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের পরিচালন সংস্থা ফিফা মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সৌদি আরবে ফুটবাল আরো ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।
৬টি মহাদেশীয় চ্যাম্পিয়নদের নিয়ে ডিসেম্বরের ১২ থেকে ২২ তারিখ পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। ২০০০ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট সৌদি আরব ৬ষ্ঠ দেশ হিসেবে আয়োজন করতে যাচ্ছে।
সৌদি ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল বলেন, আমাদের সম্মানিত করা হয়েছে। আমাদেরকে বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাবগুলোকে স্বাগত জানানোর সুযোগ দেয়া হয়েছে।
সৌদি আরব ফুটবলে উন্নয়নের জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। তারা বেশি বেশি আন্তর্জাতিক আসর আয়োজনের চেষ্টা করছে। ইতোমধ্যেই তারা ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। তাছাড়া ২০২৬ সালের এএফসি নারী বিশ্বকাপ আয়োজনের চেষ্টা করে যাচ্ছে।
সৌদি আরব নারীদের মধ্যেও ফুটবল ছড়িয়ে দিতে চাচ্ছে। প্রতি সপ্তাহে দুই লাখের বেশি মেয়ে এই খেলায় অংশ নেয়। তাছাড়া প্রথম স্কুল লিগে অংশগ্রহণ করেছে ৫০ হাজার ছাত্রী।
Posted ১২:১৪ পিএম | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।