| শুক্রবার, ২০ মে ২০২২ | প্রিন্ট | 125 বার পঠিত
সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে চির ধরেছিলো। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্পর্ক পুনরুদ্ধারের জন্য সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন। সফরকালে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে তার আগেই ওয়াশিংটনে সৌদি আরব দূতাবাসের সামনের একটি রাস্তার নামকরণ করা হয়েছে জামাল খাসোগিরের নামে। গত বুধবার ওয়াশিংটনের স্থানীয় সরকার সড়কটির নাম দিয়েছে ‘জামাল খাসোগি ওয়ে’।
স্থানীয় সরকার কর্তৃপক্ষের মতে, সাংবাদিক জামাল খাসোগিরের সম্মানে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যিনি ২০১৬ সালে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে নিহত হন। সম্প্রতি, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া কাউন্সিল সর্বসম্মতভাবে নিউ হ্যাম্পশায়ার এভিনিউয়ের নাম খাশোগিরের নামে পরিবর্তন করার পক্ষে ভোট দেয়। কাউন্সিলের প্রেসিডেন্ট ফিল মেন্ডেলসন বলেন, “সড়কটি জামাল খাসোগির স্মৃতিসৌধ হিসেবে কাজ করবে।”
বাইডেনের সৌদি আরব সফরের সূচি ঘোষণার আগেই সড়কের নামকরণের খবর আসে। আগামী মাসে সৌদি যুবরাজের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। মার্কিন গোয়েন্দাদের মতে, জামাল খাসোগিকে হত্যার অনুমোদন দিয়েছিলেন যুবরাজ। সাংবাদিক জামাল খাসোগি ২ অক্টোবর, ২০১৬ তারিখে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন। নির্মমভাবে সেখানে তাকে হত্যা করা হয়। তার দেহাবশেষও পাওয়া যায়নি।
সাংবাদিক জামাল খাসোগি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক ছিলেন। মোহাম্মদ বিন সালমান তাকে হত্যার ষড়যন্ত্রে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় জামাল খাসোগিকে হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের জন্য সৌদি আরবকে অভিযুক্ত করেছেন জো বাইডেন। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সৌদি আরবকে বিচ্ছিন্ন করতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।
এর আগে, বাইডেন প্রশাসন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে সৌদি যুবরাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিল। তবে এখন তারা গুরুত্বপূর্ণ স্বার্থ বিবেচনা করে দেশটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। এর মূল কারন সৌদি আরব বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর একটি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব তেলের বাজার অস্থিতিশীল। নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করেই বাইডেন প্রশাসন সৌদি আরবের সাথে দূরত্ব ঘুচিয়ে ফেলাকেই যৌক্তিক মনে করছে।
Posted ৪:১৩ পিএম | শুক্রবার, ২০ মে ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।