মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সিদ্দিকবাজারের ভবন মালিকসহ কয়েকজন ডিবি হেফাজতে

  |   বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   17 বার পঠিত

সিদ্দিকবাজারের ভবন মালিকসহ কয়েকজন ডিবি হেফাজতে

রাজধানীর সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় ভবনটির মালিক, তত্ত্বাবধানকারী ও কয়েকজন দোকানিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ধসে পড়া ভবনের ‘বাংলাদেশ স্যানিটারি’ নামের একটি দোকান মালিক আবদুল মোতালিব হোসেন ওরফে মিন্টুকে গতকাল মঙ্গলবার রাতে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে নিয়ে যায় বলে ডিবির লালবাগ বিভাগের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এরপর ভবনের মালিক ওয়াহিদুর রহমানকে নিয়ে যায় ডিবি। এ ছাড়া আরও কয়েকজনকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ভবনটির মালিক রেজাউর রহমান নামে প্রয়াত এক ব্যক্তি। তিনি মারা যাওয়ার পর তাঁর তিন ছেলে ওয়াহিদুর রহমান, মশিউর রহমান ও মতিউর রহমান মালিক হন। তাঁদের মধ্যে বড় ভাই ওয়াহিদুর রহমান ও ছোট ভাই মতিউর রহমান ভবনটি পরিচালনা করেন। মেজ ভাই মশিউর রহমান লন্ডনপ্রবাসী।

আজ বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের কাছে ধসে পড়া ভবনের মালিক ও তত্ত্বাবধায়ককে আটক করা হয়েছে কি না, জানতে চাওয়া হয়। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা কাউকে আটক করিনি। জিজ্ঞাসাবাদের জন্য আমরা বাড়ির মালিক, দোকানমালিকদের ডেকেছি, তাঁদের জিজ্ঞাসাবাদ করছি। যাঁরা আহত হয়েছেন, তাঁদের সঙ্গেও কথা বলছি।’ তিনি বলেন, ‘তাঁদের কাছে আমরা জানতে চাইব, বাণিজ্যিকের নিয়মমতো বেজমেন্টে দোকান দেওয়ার কথা না, সুয়ারেজ লাইন, সেপটিক ট্যাংক, ওয়াটার রিজার্ভার—এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ হতো কি না, তা আমরা জানতে চাইব। কার অবহেলায় এই হতাহতের ঘটনা ঘটল, তা জানতে জিজ্ঞাসাবাদ করছি। এ ছাড়া বাহির থেকে কেউ এটা ঘটিয়েছে কি না বা এসব ঘটানোর সুযোগ আছে কি না, তা আমরা খতিয়ে দেখছি।’

হারুন অর রশীদ বলেন, ডিবি ঘটনার ছায়া তদন্ত করছে। যেহেতু ভবন বিস্ফোরণের ঘটনায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তাই জিজ্ঞাসাবাদের তথ্যগুলো নিয়ে রাখা হচ্ছে। যাতে মামলা বা জিডি হলে এসব তথ্য তদন্তে সহায়ক হবে।

গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন্স স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের সাততলা ও পাঁচতলা দুটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। কুইন্স মার্কেটের সাততলা ভবনটির বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। এ বিস্ফোরণে অন্তত ২০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছে শতাধিক ব্যক্তি। নিখোঁজ আছেন তিনজন।

Facebook Comments Box

Posted ১২:৩৫ এএম | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(165 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।