| রবিবার, ০৫ মার্চ ২০২৩ | প্রিন্ট | 24 বার পঠিত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারে লাহোরে তাঁর বাসভবনে অবস্থান নিয়েছে পুলিশ। তোশাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের একটি আদালত। সেই মামলার শুনানিতে ধারাবাহিকভাবে অনুপস্থিতির কারণে তার বিরুদ্ধে পরোয়ানা কার্যত করতেই আজ রোববার পুলিশ তাঁর বাসভবনে যায়।
৭০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত বছর ওয়াজিরাবাদে বন্দুক হামলার শিকার হন। ওই বাড়িতে থেকে তিনি সুস্থ হয়ে উঠেছেন। এ মামলায় ইসলামাবাদের একটি দায়রা আদালতে তিনবার অভিযোগের শুনানি এড়িয়ে যান তিনি।
গ্রেপ্তারের বিষয়ে একাধিক টুইটে পুলিশ জানিয়েছে, ইমরান খানকে গ্রেপ্তার করতে পুলিশ কর্মকর্তারা তাঁর লাহোরের বাসভবনে জড়ো হয়েছেন। কিন্তু সেখানে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, নিজ বাসভবনে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে ইমরান খান ভাষণ দিয়েছেন।
ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে পাওয়া উপহার সরকারি তোশাখানায় জমা না দিয়ে, মোটা দামে বিক্রি করেছেন। পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খানকে সে কারণে ৫ বছরের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় নিষিদ্ধ ঘোষণা করে। কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইমরান খান গত অক্টোবরে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। তারপর থেকে এ মামলার একাধিক শুনানিতে হাজির হননি তিনি।
আদালতের আদেশ কার্যত করতে রোববার ইসলামাবাদ থেকে পুলিশ কর্মকর্তারা ইমরান খানের বাসভবনে যান। তাঁদের সঙ্গে পাঞ্জাব পুলিশের সদস্যরাও ছিলেন। লাহোরে ইমরান খানের বাসভবনের সামনে বিপুলসংখ্যক পুলিশ দেখা গেছে। এদিকে দলীয় প্রধানকে গ্রেপ্তারে পুলিশ আসার খবরে পিটিআই নেতা-কর্মীরা ইমরানের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
এদিকে উদ্ভুত পরিস্থিতি নিয়ে ইমরান খানের বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পিটিআই নেতা ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পুলিশি আসার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ফাওয়াদ চৌধুরী বলেন, পুলিশ বলছে, ইমরান খান গ্রেপ্তার এড়াতে চাইছেন। কিন্তু তাঁকে গ্রেপ্তারে পুলিশের এই জবরদস্তি বেআইনি।
Posted ২:২৬ পিএম | রবিবার, ০৫ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।