| রবিবার, ০৯ অক্টোবর ২০২২ | প্রিন্ট | 129 বার পঠিত
বাংলাদেশ পেলো বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং সবুজ পোশাক কারখানা দেশের স্বীকৃতি। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) সর্বশেষ প্রকাশনায় বাংলাদেশেকে এই মর্যাদা দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘ইফেকটিভ ম্যানেজমেন্ট অব ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন’ ক্যাটাগরিতে সেরা হিসেবে পোশাক উৎপাদন ও রফতানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ-কে মনোনীত করা হয়েছে।
আইটিসি বলছে, রফতানিমুখী তৈরি পোশাক উৎপাদনের নিরাপদ কর্মপরিবেশ হিসেবে অনেক ভালো অনুশীলন আছে বাংলাদেশে।
শনিবার বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, বিজিএমইএ সভাপতি ফারুক হাসানকে আইটিসি আয়োজিত ওয়েবিনারে আমন্ত্রণ জানানো হয়েছে তার মতামত, অন্তর্দৃষ্টি এবং বাংলাদেশের শীর্ষ পোশাক শিল্প সমিতি-বিজিএমইএ পরিচালনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এ ছাড়া তিনি বিজিএমইএ এবং বাংলাদেশের পোশাক খাতের সর্বোত্তম অনুশীলন ও উদ্যোগের ওপর আলোকপাত করবে।
সম্প্রতি বাংলাদেশের আরও দুটি তৈরি পোশাক কারখানাকে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। এর মধ্যে গাজীপুরের আমান টেক্সটাইল লিমিটেড পেয়েছে প্লাটিনাম রেটিং এবং রাজধানীর মধ্যে আয়েশা ফ্যাশন লিমিটেড গোল্ড রেটিং পেয়েছে। এর মধ্য দিয়ে দেশে পরিবেশবান্ধব সবুজ পোশাক কারখানার মোট সংখ্যা দাঁড়াল ১৭৩-এ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ১৭৩টি সবুজ কারখানার মধ্যে ৫৪টি কারখানা প্লাটিনাম রেটিং, ১০৫টি গোল্ড রেটিং ও ১০টি সিলভার রেটিং পেয়েছে। এছাড়া চারটি কারখানা কোনো রেটিং পায়নি, তবে সনদ পেয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে ইউএসজিবিসি এই কারখানাগুলোকে এই স্বীকৃতি দিয়েছে।
Posted ৬:০২ পিএম | রবিবার, ০৯ অক্টোবর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।