বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

লন্ডনের রাস্তায় রানীর কফিন এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড়

  |   বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   117 বার পঠিত

বুধবার লন্ডনে হাজার হাজার লোক শ্রদ্ধা জানানোর আগে রাজা চার্লস তৃতীয় তাঁর মা রানী দ্বিতীয় এলিজাবেথের কফিনের একটি শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছেন।
স্কটল্যান্ডে তার মৃত্যুর ছয় দিন পর রানী এলিজাবেথের মরদেহ তার বাকিংহাম প্রাসাদ থেকে ঘোড়ায় টানা গাড়িতে করে ওয়েস্টমিনিস্টার হলে নিয়ে যাওয়া হবে। আগামী সোমবার রানীর শেষকৃত্যের আগ পর্যন্ত চারদিন তার মরদেহ সেখানে রাখা হবে।
রাজধানীর রাস্তা দিয়ে কফিন নিয়ে যাওয়ার সময় রাজা এবং রাজপরিবারের অন্যান্য প্রবীণ সদস্যরা শবযানের পিছনে নীরবে হাঁটবেন এবং তারপর ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট কমপ্লেক্সের ১২ শতকের ক্যাভারনস হলে পৌঁছাবেন।
জনসাধারণকে বিকাল ৫টা (১৬০০ জিএমটি) থেকে প্রবেশ করতে দেওয়া হবে। শোকাহতদের ইতোমধ্যেই সতর্ক করা হয়েছে যে তাদের চব্বিশ ঘন্টা পর্যন্ত সারিবদ্ধভাবে ধৈর্য্যের সাথে অপেক্ষা করতে হতে পারে। দর্শকদের এই ভিড় ৫ মাইল বা ৮ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে।
রানীর শবযত্রা দেখতে সবার আগে সোমবার সন্ধ্যা থেকে সম্মুখ অবস্থানে থাকা শ্রীলঙ্কান বংশোদ্ভুত ৫৬ বছর বয়সী প্রশাসনিক সহকারী ভেনেসা নান্থাকুমারান বলেছেন, ‘এটি আবেগপ্রবণ মুহূর্ত হতে চলেছে এবং আমি জানি না প্রথম একজন হিসাবে সেখানে গিয়ে আমি কেমন অনুভব করব।’
‘আপনাকে ধন্যবাদ জানানো আমাদের কর্তব্য। এটি হৃদয় থেকে প্রার্থনা হতে চলেছে। এটি খুব দুঃখজনক, শান্ত এবং দুর্বহ বেদনাদায়ক হতে চলেছে।’
প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মুখপাত্রের মতে, ২ লাখের বেশী লোক এই শবযাত্রায় শামিল হবে। ২০০২ সালে রানীর মায়ের মৃত্যুর পর তার কফিনে শ্রদ্ধা জানাতে ২ লাখের মতো লোক সমবেত হয়েছিল। কঠোর নিয়ম মেনে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এই শোক সমাবেশ অনুষ্ঠিত হবে।
সরকার লোকেদের ‘উপযুক্ত পোশাক’ পরার পরামর্শ দিয়েছে এবং তাদের মোবাইল ফোনগুলোতে  চার্জ রাখার জন্য বহনযোগ্য ব্যাটারি প্যাক আনতে বলেছে -এটি একটি ইঙ্গিত দেয় যে রানীর কফিন এক নজর দেখার জন্য লোকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।
রাজধানীতে হোটেলের কক্ষগুলো খুঁজে পাওয়া ক্রমশই কঠিন হচ্ছে। এমনকি নি¤œ মানের হোটেল রুম গুলোতে প্রতি রাতের ভাড়া ৩০০ থেকে ৩৫০ পাউন্ডে উঠেছে। পাশাপাশি পরিবহন কর্তৃপক্ষ এবং পুলিশ এই ব্যতিক্রমী পরিস্থিতিতে লন্ডন শহরটিতে চলাচল স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা বজায় রাখার জন্য চাপের মধ্যে রয়েছেন।
লন্ডন পুলিশ বাহিনীর নবনিযুক্ত প্রধান মার্ক রাউলি মঙ্গলবার স্কাই নিউজকে বলেছেন ‘এটি মেট্রোপলিটন পুলিশের জন্য এবং ব্যক্তিগতভাবে আমার জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। তবে আমরা অনেক, বহু বছর ধরে প্রস্তুতি নিচ্ছি।’
প্রয়াত ৯৬ বছর বয়সী রানীর মৃতদেহ মঙ্গলবার সন্ধ্যায় স্কটিশ রাজধানী এডিনবার্গ থেকে একটি আরএএফ বিমানে লন্ডনে নিয়ে আসা হয়। যিনি গত বৃহস্পতিবার স্কটল্যান্ডে তার বালমোরাল এস্টেটে ‘শান্তিপূর্ণভাবে’ মারা যান।
বুধবারের শোকযাত্রায় গত সোমবার এডিনবার্গে অনুরূপ অনুষ্ঠানের প্রতিফলন ঘটাবে। সেখানে তার কফিন যখন শহরের নিস্তব্ধ রাস্তার মধ্য দিয়ে সেন্ট জাইলস ক্যাথেড্রালে নিয়ে যাওয়া হয়েছিল তখন হাজার হাজার লোক সেই শোকযাত্রায় শামিল হয়েছিল।
স্কটিশ সরকার জানিয়েছে সেখানে মঙ্গলবার বিকেল পর্যন্ত  প্রায় ৩৩,০০০ জন লোক রানীর  কফিনে শ্রদ্ধা জানিয়েছে।
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন বলেছেন, ‘স্কটল্যান্ড আমাদের স্কটস রানীকে একটি দুঃখজনক, কিন্তু স্নেহপূর্ণ বিদায় দিয়েছে। আমরা তাকে আর তার মতো কখনো দেখতে পাব না।’
উত্তর-পশ্চিম ইংল্যান্ড থেকে এডিনবার্গ সফররত লিন টেম্পলটন মঙ্গলবার কফিন শবযাত্রার পর এএফপি’কে বলেন, ‘এটি ইতিহাসের অংশ আমরা এটি আর কখনও দেখতে পাব না।’
স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের পর, চার্লস মঙ্গলবার রাজা হিসেবে প্রথমবারের মতো উত্তর আয়ারল্যান্ড সফর করে যুক্তরাজ্যের চারটি দেশে তার সফর অব্যাহত রাখেন।
শুক্রবার তিনি ওয়েলস সফরে যাবেন বলে আশা করা হচ্ছে।
৭৩ বছর বয়সী নতুন রাষ্ট্রপ্রধান তার মায়ের মৃত্যুতে তার মর্যাদাপূর্ণ এবং প্রায়শই আন্তরিক প্রতিক্রিয়ার জন্য ব্রিটিশ মিডিয়াতে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন যা ব্রিটেনে জনসংখ্যার একটি বিরল মুহুর্তের দিকে নিয়ে গেছে।
১৯৯৭ সালের গাড়ি দুর্ঘটনায় তার প্রাক্তন স্ত্রী ডায়ানার মৃত্যুর পর থেকে তিনি তার জনপ্রিয়তা পুনরুদ্ধার করেছেন এবং তার সাম্প্রতিক দিনগুলিতে আরো বেড়েছে। মঙ্গলবার একটি নতুন সমীক্ষায় এ কথা বলা হয়।
রানীর কফিনের শোভাযাত্রাটি ঠিক বিকাল ২ টা ২২ মিনিটে (১৩২২ জিএমটি) শুরু হবে এবং এতে রানীর পরিবারের সকলেই উপস্থিত থাকবেন।
বিগ বেন রানীর বয়সের সমান ৯৬ বার ঘন্টা বাজাবে এবং হাইড পার্ক থেকে কামানের গোলা ছুঁড়ে গান স্যালুট জানানো হবে।

সূত্র-বাসস

Facebook Comments Box

Posted ৫:৫৭ পিএম | বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(175 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।