মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

যুদ্ধে রাশিয়ায় আশ্রয় নেয়া নাগরিকদের জন্য পেনশনের ঘোষণা পুতিনের

  |   শনিবার, ২৭ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   127 বার পঠিত

যুদ্ধে যেসব ইউক্রেনীয় নাগরিক রাশিয়ায় আশ্রয় নিয়েছেন, তাদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (২৬ আগস্ট) এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেন তিনি। খবর রয়টার্সের।

রাশিয়ার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত ডিক্রিতে জানানো হয়, যেসব ইউক্রেনীয় নাগরিকদের দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে তারা এ আর্থিক সুবিধার আওতাভুক্ত হবেন। এছাড়া তারা মাসিক ১০ হাজার রুবল পেনশন হিসেবে পাবেন। আরও জানানো হয়, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীরাও পাবেন এ সুবিধা।

এর আগে গেল ১৮ ফেব্রুয়ারি জানানো হয়, লুহানস্ক ও দোনেৎস্কের ইউক্রেনীয় নাগরিকরা প্রতি মাসে ১০ হাজার রুবল পেনশন হিসেবে পাবেন।

Facebook Comments Box

Posted ৬:২২ পিএম | শনিবার, ২৭ অগাস্ট ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।