| বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 20 বার পঠিত
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে আগামী ১০ মার্চ। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে পরীক্ষা।
বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহারিচালক অধ্যাপক আবুল বাশার মো. জামাল এ তথ্য জানান।
শিক্ষার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন উল্লেখ করে অধ্যাপক আবুল বাশার মো. জামাল বলেন, শুক্রবার বা শনিবারের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে ভর্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৯ গ্রেড পাওয়া শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তি প্রক্রিয়া আগের মতই থাকবে।
এবার সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে ভর্তি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান তিনি।
দেশে ৩৭ টি সরকারি মেডিকেল কলেজে মোট চার হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭২টি মেডিকেল কলেজে মোট ৬ হাজার ৪৮৯টি আসন রয়েছে।
Posted ২:৫০ এএম | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।