মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মেক্সিকোর বারে বন্দুকধারীদের হামলায় নিহত ১০

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   112 বার পঠিত

মেক্সিকোর বারে বন্দুকধারীদের হামলায় নিহত ১০

মেক্সিকোর কেন্দ্রীয় শহর কেরেতারোর একটি বারে বন্দুকধারীরা হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করেছে। শনিবার (১০ নভেম্বর) স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা এই হামলার খবর নিশ্চিত করেছেন।

কেরেতারো শহরের ঐতিহাসিক এলাকায় অবস্থিত লস কান্তারিতোস নামের একটি বারে হামলাকারীরা প্রবেশ করে এই হামলা চালায়। 

বিষয়টি নিশ্চিত করে কেরেতারোর জননিরাপত্তা বিভাগের প্রধান জুয়ান লুইস ফেরুসকা জানান, ঘটনাস্থলে জরুরি সেবাদানকারী কর্মীরা উপস্থিত হয়ে নিশ্চিত করেন যে, অন্তত চারজন সশস্ত্র ব্যক্তি একটি পিকআপ ভ্যানে করে সেখানে এসে হামলা চালায়।

ফেরুসকা আরও জানান, ‘ভেতরে ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং এছাড়াও অন্তত সাতজন আহত হয়েছেন’।

এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং হামলায় ব্যবহৃত পিকআপ ভ্যানটি আগুনে পোড়া ও পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বলেও জানান তিনি।

কেরেতারো মেক্সিকোর অন্যতম নিরাপদ শহর হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে সেখানেও সহিংসতা বেড়ে গেছে। 

মেক্সিকোতে মাদক পাচার এবং বিভিন্ন গ্যাংদের সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতার কারণে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত ৪৫০,০০০ এরও বেশি মানুষ খুন হয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

Facebook Comments Box

Posted ৪:৩৯ এএম | সোমবার, ১১ নভেম্বর ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।