| শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ | প্রিন্ট | 121 বার পঠিত
বাইডেন প্রশাসন ভেনিজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে যে সব অভিবাসন প্রত্যাশী পৌঁছেছেন তাদের মধ্য থেকে ২৪ হাজার জনকে আমেরিকা গ্রহণ করতে সম্মত হয়েছে। যেমনটি রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেনীয়দের যেভাবে গ্রহণ করা হয়েছে। এ দিকে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো বুধবার বলেছে, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আসে ভেনিজুয়েলার নাগরিকদের মেক্সিকো ফিরিয়ে নিতে সম্মত হয়েছে।
টাইটেল 42 অথরিটি নামে পরিচিত মহামারীকালীন আইনের অধীনে ভেনেজুয়েলার নাগরিক যারা পায়ে হেঁটে বা সাঁতার কেটেসীমান্ত অতিক্রম করেছে তাদের অবিলম্বে মেক্সিকোর কাছে ফিরিয়ে দেওয়া হবে। এতে কোভিড -১৯-এর বিস্তার রোধকল্পে যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক আইনের অধীনে আশ্রয় চাওয়ার অধিকার স্থগিত করা হয়।
বুধবারের পর ভেনেজুয়েলার যে কোনো অধিবাসী অবৈধভাবে মেক্সিকো বা পানামায় প্রবেশ করলে তারা ঐ পদক্ষেপের আওতায় যুক্তরাষ্ট্রে আসার বা আশ্রয় প্রার্থনার অযোগ্য বলে বিবেচিত হবে।
যুক্তরাষ্ট্র ২৪ হাজার পর্যন্ত ভেনেজুয়েলার অভিবাসন-প্রত্যাশীকে পেরোলে থাকার অনুমতি দিচ্ছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বা অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ বলছে, রাশিয়ার আগ্রাসন থেকে পালিয়ে আসা ইউক্রেনীয়দের জন্য যে কার্যক্রম নেয়া হয়েছে তারই অনুরূপ কার্যক্রমের উপর ভিত্তি করে ভেনিজুয়েলার অভিবাসন-প্রত্যাশীদের গ্রহণ করা হবে এবং স্বাধীনভাবে কিন্তু একই ধরনের প্রচেষ্টা বজায় রেখে অবৈধভাবে আসা ভেনিজুয়েলানদের ফিরিয়ে নেওয়া মেক্সিকোর উপর নির্ভর করবে।”
নাটকীয়ভাবে ভেনেজুয়েলা থেকে আগত অভিবাসন-প্রত্যাশীদের সংখ্যা বৃদ্ধির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপগুলি নেয়া হয়।আগস্ট মাসে একই ভাবে ব্যাপক সংখ্যক গুয়াতেমালা এবং হন্ডুরাসের অভিবাসন-প্রত্যাশীরা মেক্সিকো দিয়ে আমেরিকার সীমান্তে পৌঁছায়।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেয়ান্দ্রো মায়োরকাস বলেছেন, “এই পদক্ষেপগুলি স্পষ্ট করে দেয় যে ভেনেজুয়েলার নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য একটি আইনী এবং সুশৃঙ্খল উপায় রয়েছে এবং আইনগত ভাবে প্রবেশই এর একমাত্র উপায়।” তিনি আরও বলেন, “যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত অতিক্রম করার চেষ্টা করবে তাদের মেক্সিকোতে ফেরত পাঠানো হবে এবং ভবিষ্যতে তাদেরকে অযোগ্য ঘোষণা করা হবে। যারা বৈধ প্রক্রিয়া অনুসরণ করবে তারা নিরাপদে যুক্তরাষ্ট্রে ভ্রমণ এবং এখানে কাজ করার যোগ্যতা অর্জন করবে”।
সূত্র-ভয়েস অব আমেরিকা
Posted ৬:২৪ পিএম | শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।