মঙ্গলবার ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ভবন ধসে জর্ডানে ৫ জনের মৃত্যু, ১৪ জন আহত

  |   বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   159 বার পঠিত

মঙ্গলবার জর্ডানের রাজধানীতে একটি চারতলা আবাসিক ভবন ধসে পড়ার পর পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আরও ১৪ জন আহত হয়েছে এবং অন্যরা আটকা পড়েছে।
নিরাপত্তা মুখপাত্র আমের আল-সারতাউয়ি এক বিবৃতিতে বলেছেন, শহরের জাবাল আল-ওয়েইবদেহ জেলায় ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জন এবং আহত ১৪ জন।
তিনি এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক নিরাপত্তা কমান্ড এবং জেন্ডারমেরির (মিলিটারি পুলিশিং বাহিনী) সদস্যরা উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সঠিক পরিসংখ্যান প্রদান না করে সিভিল ডিফেন্স সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, ‘ধ্বংস হওয়া ভবনে অনেক লোক আটকে পড়ে আছে।’
উদ্ধারকর্মীরা একজন মহিলাকে স্ট্রেচারে নিয়ে যাওয়ার আগে ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপে তাদের অনুসন্ধান চালাতে দেখা যায়।
এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী বিশার আল-খাসাওনেহ স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও তথ্য মন্ত্রীদের সঙ্গে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন।
সরকারি মুখপাত্র ফয়সাল আল-শাবুল ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, সরকার আম্মানের মেয়র ও অন্যান্য কর্মকর্তাদের খাসাওনেহতে ভবন ধসের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।
জর্ডানের উপ-প্রধানমন্ত্রী তৌফিক ক্রিশান রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন যে ‘ভবনটি ধসে পড়ার কারণগুলির মধ্যে এটি পুরানো এবং জরাজীর্ণ’।
তিনি আরো বলেন, আশপাশের ভবনগুলোর অবস্থা মূল্যায়ন করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি বিচার বিভাগীয় সূত্র এএফপিকে জানিয়েছে যে প্রসিকিউশন ঘটনার তদন্ত শুরু করেছে।
জাবাল আল-ওয়েইবদেহ আম্মানের প্রাচীনতম জেলাগুলির মধ্যে একটি, ২০ শতকের গোড়ার দিকে বিপুল সংখ্যক প্রবাসী অধ্যুষিত এলাকাটি গড়ে ওঠে।

সূত্র-বাসস

Facebook Comments Box

Posted ৬:০৪ পিএম | বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।