বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ব্যস্ত সারা

  |   রবিবার, ০৭ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   113 বার পঠিত

বছরের শুরুতেই ভিকি কৌশলের সঙ্গে লক্ষ্মণ উতেকরের নাম ঠিক না হওয়া ছবির শুটিং শেষ করেছেন। সেই শুটিংয়ের পরই সারা জানিয়েছেন, ছবিতে নিজের চরিত্র ঠিকঠাক ফুটিয়ে তুলতে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে তাঁকে। সেই রেশ কাটতে না–কাটতেই মার্চে শুরু করেন ‘গ্যাসলাইট’–এর শুটিং। সে ছবিরও শুটিং চলে কয়েক মাস ধরে। ছবিতে সারা ছাড়াও আছেন বিক্রান্ত ম্যাসি ও চিত্রাঙ্গদা সিং। নতুন খবর শিগগিরই চলতি বছরের তৃতীয় ছবির কাজ শুরু করবেন সারা। ছবির আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে-কে জানিয়েছে, বড় বাজেটের একটিতে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন সারা। চলতি মাসেই শুরু হবে। সে এখন ব্যস্ত ছবির প্রস্তুতিতে।’ ছবিটি ২০২৩ সালের মাঝামাঝিতে মুক্তি পাবে। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে সারা অভিনীত ‘অ্যাতরঙ্গি রে’ মুক্তি পায়। তবে আনন্দ এল রাইয়ের ছবিটি সরাসরি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। বড় পর্দায় মুক্তি পাওয়া সারার সর্বশেষ ছবি ‘লাভ আজ কাল’, যা ২০২০ সালের ভালোবাসা দিবসে দেখেছিল দর্শক। সব মিলিয়ে দুই বছরের বেশি সময় বড় পর্দায় নেই তিনি।

কী ভাবছেন সারা। এক সাক্ষাৎকারে এই বিরতি প্রসঙ্গে তিনি বলেন, ‘অপেক্ষার ফল ভালোই হবে। আমার মতে, শুধু ছবি মুক্তি দেওয়াই ব্যাপার না সেটার গ্রহণযোগ্যতাও থাকতে হবে। তবে এই বিরতির মূল কারণ মহামারি। কোভিড পরিস্থিতি তৈরি না হলে অনেক ছবি তৈরি থাকত। দর্শকদের এত দিন অপেক্ষায় থাকতে হতো না।’


বলিউড অভিষেকের পর অভিনয় দিয়ে খুব বেশি সাড়া জাগাতে পারেননি সারা। অভিনেত্রী নিজেও সেটা ভালোই জানেন। তাই বেশির কাজের চেয়ে তিনি প্রাধান্য দিচ্ছেন মানসম্পন্ন কাজ। ‘আমি নানা ধরনের বৈচিত্র্যময় চরিত্রে কাজ করার জন্য মুখিয়ে আছি। সততা, কঠোর পরিশ্রম নিয়ে নিজের কাজটা করে যেতে চাই। বাকিটা দর্শক বিচার করবেন।’ চলতি বছর তিন ছবিতে অভিনয় করেছেন সারা। তাই দুই বছর বিরতি পড়লেও ২০২৩ সালে নিশ্চিতভাবেই বেশ কয়েকটি ছবিতে তাঁকে দেখতে পাবে দর্শক।

Facebook Comments Box

Posted ৩:৫৩ পিএম | রবিবার, ০৭ অগাস্ট ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(175 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।