| রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | 127 বার পঠিত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উত্তরসূরি জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসেবে উল্লেখ করেছেন।
শনিবার পেনসিলভেনিয়ায় এক সমাবেশে ট্রাম্প এ কথা বলেন। একইসঙ্গে তিনি গত মাসে ফ্লোরিডায় তার বাড়িতে এফবিআই সদস্যদের অভিযানেরও সমালোচনা করে একে ‘ন্যয়বিচারের নামে প্রতারণা’ হিসেবে উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, এটির এমন এক প্রতিক্রিয়া হবে যা কেউ কখনও দেখেনি।
তিনি উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে আরো বলেন, গণতন্ত্রের বিপদ এসেছে উগ্রপন্থী বামদের কাছ থেকে, ডানপন্থীদের কাছ থেকে নয়।
সূত্র-বাসস
Posted ৫:০২ পিএম | রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।