| বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 25 বার পঠিত
বগুড়ার শাহজাহানপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।
আজ সকালে উপজেলার সুজাবাদ দহপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল জলিল বলেন, উপজেলার বনানী বাইপাসে ঢাকাগামী একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩জন নিহত হন। এতে চালকসহ আরও ৩ জন আহত হন। তাদেরকে নিকটস্থ আসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক চালককেও মৃত ঘোষণা করেন।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনেন।
Posted ৮:১৬ এএম | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।