| বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ | প্রিন্ট | 109 বার পঠিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন বুধবার, ফ্লোরিডায় ফোর্ট মায়ার্স পরিদর্শন করেন। হারিকেন ইয়েনের ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে এবং মারাত্মক, শক্তিশালী এই ঝড় দ্বারা প্রভাবিত কর্মকর্তা, বাসিন্দা এবং ব্যবসায়ীদের সাথে বৈঠক করতে প্রেসিডেন্টের হেলিকপ্টার মেরিন ওয়ানে করে তাঁরা ওই এলাকা ঘুরে দেখেন।
যুক্তরাষ্ট্রে হারিকেন ইয়েনে মৃতের সংখ্যা কমপক্ষে ১০৯ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০৫ জনই ফ্লোরিডায় এবং বাকিরা নর্থ ক্যারোলিনায়। ফ্লোরিডার উপকূলে ঝড়টি ধেয়ে আসার সময় লি কাউন্টিতে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বাইডেন পুনরুদ্ধারের প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে রিপাবলিকান গভর্নর রন ডিসান্টিস এবং সিনেটর মার্কো রুবিও এবং রিক স্কটসহ রাজ্য এবং স্থানীয় নেতাদের সাথে বৈঠক করেন। অভিবাসন এবং অন্যান্য ইস্যুতে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ডিস্যান্টিসের সাথে বাইডেন সম্প্রতি বিবাদে জড়িয়ে পড়েন। রুবিও এবং স্কট উভয়েই বাইডেন প্রশাসনের নীতির তীব্র সমালোচনা করেছেন।
তবে আপাতত, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা দেশের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্যে আঘাত হানা হারিকেনের পরে, ত্রাণ প্রচেষ্টার দিকে মনোনিবেশ করার জন্য মতপার্থক্যকে একপাশে সরিয়ে রেখেছে।
কর্মকর্তারা ব্রিফ করার পরে ডিসান্টিসের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, “এখন আমেরিকার একত্রিত হওয়ার সময়।” তিনি রাজ্যে “তাৎক্ষণিক প্রয়োজন এবং দীর্ঘমেয়াদী পুনর্নির্মাণে সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতিটি উপাদানকে একত্রিত করার” প্রতিশ্রুতি দিয়েছেন।
ডিসান্টিস প্রেসিডেন্টকে তার রাজ্য পরিদর্শনের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বা ফেমা-র প্রশংসা করেছেন। তিনি বলেন, “আমরা খুব ভাগ্যবান যে, হোয়াইট হাউজ এবং ফেমার সাথে ভাল সমন্বয় ছিল।”
বাইডেনও রাজনৈতিক মতপার্থক্যের সবরকম ধারণাকে প্রত্যাখ্যান করে বলেছেন, পুনরুদ্ধারের প্রচেষ্টায় ডিসান্টিস “সত্যিই ভাল কাজ করেছেন”।
পর্যবেক্ষকরা বলেছেন, বাইডেন এবং ডিসান্টিস উভয়ই প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবেলা করার সাথে সাথে তাদের দলীয় বিভাজনগুলো কাটিয়ে উঠতে আগ্রহী ছিলেন।
ডিসান্টিস-এর অনুরোধে, গত ২৩ সেপ্টেম্বর থেকে অন্তত ৬০ দিনের জন্য রাজ্যে কেন্দ্রীয় জরুরি সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে।
ইয়েনের প্রভাব দীর্ঘস্থায়ী হবে বলে আশংকা করা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারকে কোটি কোটি ডলার খরচ করতে হবে।
২৮ সেপ্টেম্বর ইয়েন ফ্লোরিডায় একটি বিপজ্জনক ক্যাটাগরি ৪ ঝড় হিসাবে আঘাত হানে। ঝড়ের সাথে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪০ কিলোমিটার, এবং রাজ্য জুড়ে ২০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিষেবা কোম্পানিগুলির কর্মকর্তারা বলেছেন, তাদের ৯৫% গ্রাহকদের বিদ্যুৎ পুনরুদ্ধার করতে অন্তত শুক্রবার বা শনিবার পর্যন্ত সময় লাগতে পারে।
১৫০০ জনেরও বেশি লোককে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। কষ্টসহিষ্ণু উদ্ধারকর্মীরা, দ্বারে দ্বারে গিয়ে ধ্বংসপ্রাপ্ত বাড়ি ও ভবনের মধ্যে ক্ষতিগ্রস্তদের লোকদের খোঁজে এখনো নিয়োজিত রয়েছে।
সূত্র-এপি/রয়টার্স
Posted ৬:৫৭ পিএম | বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।