| শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | 137 বার পঠিত
বান্দরবান সীমান্তে মিয়ানমার থেকে আসছে মর্টার শেল
শূন্যরেখার আশ্রয় শিবির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান দিল মোহাম্মদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পর থেকে মিয়ানমার সীমান্তের ওপাশে গোলাগুলি, মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাত ৮টার দিকে শূন্য রেখায় বসবাসকারী রোহিঙ্গাদের ক্যাম্পে ৩টি মর্টার শেল এসে পড়ে। পরে ক্যাম্পের নিকটবর্তী এলাকায় আরেকটি মর্টার শেল এসে পড়ে। পরবর্তী সময়ে ৪টি মর্টার শেলই বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই ইকবাল নামের এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। সে শূন্যরেখার আশ্রয় শিবিরের রোহিঙ্গা মুনির আহমদের ছেলে। মর্টার বিস্ফোরণে আহত হয়েছেন আরও পাঁচজন। আহতরা হলেন সাহদিয়া (৪), মো. আনাস (১৫), নবী হোসেন (২১), জাহিদ আলম (৩০)। একজনের নাম জানা যায়নি।
এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ বলেন, রাখাইন রাজ্যের বিভিন্ন পাহাড়ে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর যুদ্ধ চলছে। এপার থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তে কাউকে যেতে দিচ্ছে না বিজিবি।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এ বিষয়ে বলেন, নো-ম্যান্স ল্যান্ডে মর্টারশেল বিস্ফোরণে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে।
এর আগে শুক্রবার দুপুরের দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকায় ল্যান্ড মাইন বিস্ফোরণে অংথোয়াইং তঞ্চঙ্গা (২২) নামের এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়। বিস্ফোরণে তার একটি পা উড়ে গেছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত ওই যুবকের মা ইয়াং মে চাকমা জানান, শুক্রবার দুপুরে অংথোয়াইং ও আরও কয়েকজন যুবক গরু চড়াতে চড়াতে মিয়ানমার সীমান্তের কাছাকাছি এলাকায় চলে যায়। সেখানে হঠাৎ বিকট শব্দে কিছু একটা বিস্ফোরণ হয়। এতে সে গুরুতর আহত হলে অন্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এর আগে ২৮ আগস্ট বিকেলে মিয়ানমার থেকে একটি মর্টারশেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তুমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে। এর কয়েকদিন পর ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় এসে পড়ে। এর ছয়দিনের মাথায় ৯ সেপ্টেম্বর বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে মিয়ানমার থেকে ছোড়া একটি বুলেট এসে পড়ে।
প্রতিবারই মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে এনে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
Posted ৬:৫৬ পিএম | শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।