| রবিবার, ১২ মার্চ ২০২৩ | প্রিন্ট | 16 বার পঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রক্টরসহ ১৬ জন পদত্যাগ করেছেন। রবিবার (১২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন।
চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ বলেন, ‘১৬ জনের পদত্যাগপত্র পেয়েছি। উনারা ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ করেছেন। বাকি কারণ পরে জানানো হবে।’
জানা গেছে, প্রশাসনিক মোট ১৮টি পদের মধ্য থেকে দু’জন ছাড়া বাকি সবাই পদত্যাগ করেছেন। এদের মধ্যে আছেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট ড. রবিউল ইসলাম ভূঁইয়া, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম, ড. রামেন্দু পারিয়াল, এস এ এম জিয়াউল ইসলাম, গোলাম কুদ্দুস লাবলু এবং মোহাম্মদ শাহরিয়ার বুলবুল তন্ময়। শাহরিয়ার বুলবুল তন্ময় সহকারী প্রক্টরের পাশাপাশি শাহজালাল হলের আবাসিক শিক্ষকের দায়িত্বে ছিলেন।
আবাসিক শিক্ষক পদ থেকে পদত্যাগ করেছেন- এ এফ রহমান হলের অনাবিল ইহসান, প্রীতিলতা হলের ফারজানা আফরিন, শহীদ আব্দুর রব হলের ড. এইচ এম আব্দুল্লাহ আল মাসুদ এবং রমিজ আহমেদ সুলতান, শামসুন্নাহার হলের শাকিলা তাসমিন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের নাসরিন আক্তার, একই হলের ড. মোহাম্মদ শাহ আলম এবং উম্মে হাবিবা।
আলাওল হলের সিনিয়র আবাসিক শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেছেন ঝুলন ধর। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ড. ওমর ফারুক।
এদিকে নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার।
Posted ১:০৩ পিএম | রবিবার, ১২ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।