| বুধবার, ২৪ অগাস্ট ২০২২ | প্রিন্ট | 114 বার পঠিত
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ৪৩ হাজার দুর্গাপুজো কমিটি রয়েছে। তাদের সকলকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা গতকালই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার দায়ের হল জনস্বার্থ মামলা। আজ, বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। বিষয়টি নিয়ে বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের আইনজীবী পারমিতা দে। মামলা করার আবেদন মঞ্জুর করার পাশাপাশি সেটি শুনানির জন্য গ্রহণও করেছে বেঞ্চ। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে।
গতকাল অর্থাৎ সোমবার রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আগের দু’বছরের অনুদানের অঙ্ক ছিল ৫০ হাজার। তা বৃদ্ধি করে এবার ৬০ হাজার টাকা করা হয়েছে। অনুদানের পাশাপাশি সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার অনুরোধও জানান মুখ্যমন্ত্রী। এরপরই আজ বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মূলত অনুদানের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি দ্রুত শুনানির আর্জিও জানান মামলাকারীদের আইনজীবী। মামলাকারীর দাবি, পুজোর জন্য এভাবে সরকারি অনুদান দেওয়া যায় না। এই সিদ্ধান্ত অসাংবিধানিক। এর ফলে রাজ্যের কোষাগার থেকে ৩০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। এর আগেও পুজোর অনুদানকে কেন্দ্র করে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। তখন রাজ্য জানিয়েছিল পুজো আয়োজনের জন্য নয় বরং ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের আওতায় পুজো উদ্যোক্তাদের ওই অর্থ দেওয়া হয়েছে।
Posted ৪:৪৫ পিএম | বুধবার, ২৪ অগাস্ট ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।