| রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | 117 বার পঠিত
পর্তুগালের জীবাশ্মবিদরা এখন পর্যন্ত পাওয়া ইউরোপের সবচেয়ে বড় ডাইনোসরের জীবাশ্ম কঙ্কাল আবিষ্কার করেছেন।
দেহাবশেষগুলি ডাইনোসরের সৌরোপড গোত্রের, তৃণভোজী এই ডাইনোসর ১২ মিটার (৩৯ ফুট) উঁচু এবং ২৫ মিটার দীর্ঘ , এটি প্রায় ১৫ কোটি বছর আগে পৃথিবীতে বিচরণ করতো।
লিসবন ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের জীবাশ্মবিদ এলিসাবেট মালাফাইয়া সোমবার এএফপিকে বলেন, ‘এটি সম্ভবত ইউরোপে আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনোসরের নমুনাগুলোর একটি।’
আগস্টের শুরুতে মধ্য পর্তুগালের পম্বলের কাছে একটি বাড়ির বাগানে পর্তুগিজ এবং স্প্যানিশ বিজ্ঞানীরা হাড়গুলি উন্মোচন করেছেন।
মালাফাইয়া বলেন, সংগ্রহ করা হাড়গুলির মধ্যে তারা প্রায় তিন মিটার দীর্ঘ একটি পাঁজরের অবশিষ্টাংশ খুঁজে পেয়েছেন।
২০১৭ সালে সাইটটিতে বাগানের মালিক পথ সম্প্রসারণের জন্য খনন কাজের সময় প্রথম জীবাশ্মের টুকরোগুলি লক্ষ্য করেছিলেন।
বাগানের মালিক জীবাশ্মবিদদের সাথে যোগাযোগ করেছিলেন, তারা পরীক্ষা করে এ মাসের শুরুর দিকে এটিকে ডাইনোসরের কঙ্কাল বলে ঘোষণা দেন।
বৈশিষ্ট্যগতভাবে সৌরোপড গোত্রের ডাইনোসরের লম্বা ঘাড় এবং লেজ আছে এবং এটিই পৃথিবীতে বসবাসকারী এ যাবত কালের সবচেয়ে বড় প্রাণী।
সূত্র-বাসস
Posted ৫:০৯ পিএম | রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।