| মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট | 121 বার পঠিত
ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির তিন এমপি নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। রোববার রাতে তারা এই আহ্বান জানান।
এর মধ্যে একজন এমপি সর্বপ্রথম প্রকাশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেন। তিনি বলেছেন, তিনি মনে করছেন ট্রাস বর্তমান অর্থনৈতিক সংকট সমাধান করতে পারবেন না। তার মন্তব্যের পর অ্যান্ড্রু ব্রিজেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পদক্ষেপের বিরোধিতা করে বলেন, “আমাদের দেশ, এর জনগণ এবং আমাদের দল এর চেয়ে ভালো থাকার অধিকার রাখে।”
এরপর তৃতীয় এমপি হিসেবে জেমি ওয়ালিস লিজ ট্রাসের কঠোর সমালোচনা করে বলেন, “তিনি ব্রিটেনের অর্থনৈতিক আস্থা এবং আমাদের দলের মধ্যে চিড় ধরিয়েছেন। তিনি বলেছেন, লিজ ট্রাস যদি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে না দাড়ান, তাহলে তিনি নিজেই দল থেকে বেরিয়ে যাবেন।
ওয়ালিস বলেন, লিজ ট্রাস থেকে দল মুক্তি পেলে আগামী সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টি লড়াই করার মতো যৌক্তিক ভিত্তি খুঁজে পাবে। ব্রিটেনের দুই বছর পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে ওয়ালিস বলেন দুই বছর অনেক দীর্ঘ সময়।
মাসখানেক আগে লিজ ট্রাস প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি খুবই অ-জনপ্রিয় বাজেট প্রণয়ন এবং কিছু অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছেন যা তার দলকে বিপর্যয়ের মুখে ফেলেছে। এমআরপি যদি বলছে, পরবর্তী সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টি ২১৯ টি আসন হারাতে পারে।
এদিকে, লিজ ট্রাসের পদত্যাগের দাবিতে এবং তার প্রতি অনাস্থা জানিয়ে একশ’র বেশি চিঠি জমা পড়েছে। ব্রিটিশ প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে।
Posted ৫:৪০ পিএম | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।