| রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | 129 বার পঠিত
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সাথে দেখা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া শুক্রবার একথা জানায়। খবর এএফপি’র।
সিনহুয়া জানায়, কুলেবাকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেছেন, “সব দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে। সমস্ত দেশের বৈধ নিরাপত্তা উদ্বেগকে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য সহায়ক সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করতে হবে।”
সূত্র-বাসস
Posted ৪:৪৯ পিএম | রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।