শুক্রবার ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নিউইয়র্ক সিটির ১৪০টি লোকেশনে বিনামূল্যে ট্যাক্স প্রিপারেশনের ব্যবস্থা

  |   শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   98 বার পঠিত

নিউইয়র্ক সিটির ১৪০টি লোকেশনে বিনামূল্যে ট্যাক্স প্রিপারেশনের ব্যবস্থা

নিউইয়র্ক সিটির হেলথ এন্ড হসপিটালস এবং মেট্রোপ্লাস হেলথ যৌথ উদ্যোগে নিউইয়র্ক সিটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং যে কোনো ব্যক্তির জন্য বিনামূল্যে ট্যাক্স প্রিপারেশনের ব্যবস্থা করছে। তবে এই বিনামূল্যে সার্ভিস পাওয়ার জন্য যোগ্য হতে হবে।

নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব কনজ্যুমার এন্ড ওয়ার্কার প্রটেকশন এই ফ্রি ট্যাক্স প্রেপ কর্মসূচীর আয়োজক।

বিনামূল্যে এই ট্যাক্স প্রিপারেশনের সুযোগ তারাই পাবেন যারা ২০২২ সালে এককভাবে বছরে ৫৬,০০০ ডলার বা তার কম আয় করেছেন, আর পারিবারিক আয় যাদের বছরে ৮০,০০০ ডলার বা তার চেয়ে কম। যারা ইন-পারসন এই ট্যাক্স প্রিপারেশনের সুযোগ নিতে চান তাদের ভলান্টিয়ার প্রিপেয়ারের সাথে বসতে হবে। এই ভলান্টিয়াররা সকলেই আইআরএস সার্টিফাইড ভলান্টিয়ার ইনকাম ট্যাক্স এ্যাসিস্ট্যান্স বা VITA’র সদস্য। নিউইয়র্ক সিটির ১৪০টি লোকেশনে এই সার্ভিস প্রদান করছে সিটি প্রশাসন। তার মধ্যে সিটি হাসপাতালগুলোও রয়েছে। এছাড়াও ভার্চুয়াল পদ্ধতিতে ট্যাক্স প্রস্তুত করা যাবে।

এই ক্ষেত্রেও উক্ত দক্ষ ভলান্টিয়াররা ভিডিও কনফারেন্স কলের মাধ্যমে সংযুক্ত হবেন।

যেসব হাসপাতাল লবিতে বিনামূল্যে ইনপারসন ট্যাক্স প্রস্তুত করা যাবে সেগুলো হলো ব্রংক্সের জেকোবি, লিংকন, নর্থ সেন্ট্রাল ব্রংক্স, গথাম হেলথ। ব্রুকলীনের কিংস কাউন্টি, সাউথ ব্রুকলীন হেলথ, উডহাল, গথাম হেলথ (কামবারল্যান্ড), গথাম হেলথ (ইস্ট নিউইয়র্ক), মেট্রোপ্লাস হেলথ-ব্রæকলীন। কুইন্সের এলমহার্স্ট, কুইন্স, গথাম হেলথ (রুজভেল্ট), মেট্রো-প্লাস হেলথ (ফ্লাশিং), মেট্রোপ্লাস হেলথ (জ্যাকসন হাইটস)। ম্যানহ্যাটানের বেলভ্যু, হারলেম, মেট্রোপলিটন, গথাম হেলথ (গভর্ন্যুর), গথাম হেলথ (মাইডেনহ্যাম)।

Facebook Comments Box

Posted ১২:১৫ এএম | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।