মঙ্গলবার ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট এখন ‘বাংলাদেশ স্ট্রীট’

  |   মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   28 বার পঠিত

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট এখন ‘বাংলাদেশ স্ট্রীট’

অবশেষে নিউইয়র্ক সিটি হলে পাশ হলো বাংলাদেশী ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের নাম ‘বাংলাদেশ স্ট্রীট’ হওয়ার প্রস্তাব।

জ্যাকসন হাইটস ও এলমহার্স্ট এলাকার নতুন সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানের আন্তরিক উদ্যোগ ও প্রচেষ্টায় এ সংক্রান্ত বিলটি বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে সিটি কাউন্সিলের মূল চেম্বারে ৪৭-০ ভোটে পাশ হয়। ফলে জ্যকসন হাইটসের ৭৩ স্ট্রিট (৩৭ এভিনিউ থেকে ব্রডওয়ে পর্যন্ত) রাস্তাটির নাম হলো ‘বাংলাদেশ ষ্ট্রিট’।

ডিপার্টমেন্ট অব পার্ক এবং ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের সহায়তায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্ট্রীটের সাইন বসানো হবে। পাশ হওয়া এই বিলটির নম্বর হচ্ছে আইএনটি ৮৯৭।

পাশাপাশি সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানের আরেক প্রস্তাবে এলমহার্স্টের কুইন্স বুলেভার্ড ও ৫৫ রোডের কর্ণারটির নামকরণও বাংলাদেশী বংশোদ্ভুত আসিফ রহমানের নামে করা হলো ‘আসিফ রহমান ওয়ে’। বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির ১২৯টি স্ট্রিটের নতুন নামকরণকৃত স্ট্রীটগুলোর মধ্যে ‘আসিফ রহমান ওয়ে’ একটি।

২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারী আসিফ রহমান কুইন্স বুলোভার্ডের সার্ভিস রোডের ওপর বাই সাইকেল যোগে চলাচলের সময় দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

Facebook Comments Box

Posted ২:১৭ পিএম | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।