প্রকল্পটি নিয়ে প্রকোশলী, নকশাকার এবং ভবন নির্মাণকারীদের মধ্যে দুই বছর ধরে কাজ চলার পর এটি আলোর মুখ দেখছে। নির্মাতাদের প্রত্যাশা, থ্রিডি প্রিন্টারের সাহায্যে কম খরচে এবং দ্রুত বিশাল আকারের বাড়ি তৈরি করা সম্ভব হবে।
| শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
প্রকল্পটি নিয়ে প্রকোশলী, নকশাকার এবং ভবন নির্মাণকারীদের মধ্যে দুই বছর ধরে কাজ চলার পর এটি আলোর মুখ দেখছে। নির্মাতাদের প্রত্যাশা, থ্রিডি প্রিন্টারের সাহায্যে কম খরচে এবং দ্রুত বিশাল আকারের বাড়ি তৈরি করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা বলছেন, থ্রিডি প্রিন্টেড বাড়ি নিয়ে চিন্তা করার একদম প্রথম নিয়ামকটি হলো- এর তুলনামূলক কম খরচের বিষয়টি। এই প্রযুক্তি বাড়ি নির্মাণ খরচ কমিয়ে দেয় নানাদিক থেকে। বাড়ি নির্মাণে শ্রমিক মজুরি কমে যায় অনেকাংশেই। কারণ, প্রিন্টার নিজেই কাজ এগিয়ে দেয় অনেকটুকু।
থ্রিডি প্রিন্টেড বাড়ি তৈরির সময় ডিজিটাল ডিজাইন থেকেই সরাসরি তা প্রিন্ট হয়ে যায়। এজন্য কন্সট্রাকশন প্রসেস হয় অনেক দ্রুত এবং নির্ভুল। থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি দিয়ে একদিনের মধ্যেই একটি স্ট্রাকচার দাঁড় করিয়ে ফেলা যায়; যা প্রথাগত উপায়ে লাগত কয়েকমাস।
Posted ৮:২৪ এএম | শনিবার, ২১ জানুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।