| মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ | প্রিন্ট | 102 বার পঠিত
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার থেকে ড্রোন দিয়ে মহড়া দেওয়া শুরু করবে ইরানের সশস্ত্র বাহিনী। নিজেদের শক্তি প্রদর্শনে এই মহড়া আয়োজন করা হচ্ছে। যেখানে ১৫০টিরও বেশি শক্তিশালী ড্রোন থাকবে। খবর আল আরাবিয়ার।
তিনি আরও বলেছেন, এবারই প্রথমবারের মতো ইসলামিক রিপাবলিক ইরানের চার বাহিনী যৌথ ড্রোন মহড়া দেবে।
তবে মহড়া কতদিন চলবে এ বিষয়ে কোনো বিস্তারিত জানাননি তিনি।
ইরাকের বিরুদ্ধে আট বছরের যুদ্ধের সময় ১৯৮০ দশক থেকে ড্রোন বানানো শুরু করে ইরান।
অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি বলেছেন, যে ড্রোনগুলো দিয়ে মহড়া দেওয়া হবে এগুলো ড্রোন শক্তির একটি অংশ মাত্র।
এদিকে গত জুলাইয়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফরে আসেন তখন ড্রোন বহনে সক্ষম জাহাজ ও সাবমেরিনের প্রথম ব্যাচ উন্মোচন করে ইরান।
এর আগে মে মাসে জাগরোস পাহাড়ের নিচে অবস্থিত একটি গোপন ড্রোন ঘাঁটির ছবি প্রকাশ করে মধ্যপ্রাচ্যের পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশটি। ওই ঘাঁটিতে এক সাংবাদিককে হেলিক্প্টারে করে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় এবং ছবি তোলার সুযোগ দেওয়া হয়।
সূত্র: আল আরাবিয়া
Posted ৫:৩৯ পিএম | মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।