মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

টাইটানিকের ধ্বংসাবশেষের বিরল ভিডিও প্রকাশ করেছে ডব্লিউএইচওআই

  |   শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   27 বার পঠিত

টাইটানিকের ধ্বংসাবশেষের বিরল ভিডিও প্রকাশ করেছে ডব্লিউএইচওআই

১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় টাইটানিক নামের বিলাসবহুল প্রমোদতরি। ৭৩ বছর পর ১৯৮৫ সালে সাগরের তলদেশে এর ধ্বংসাবশেষ শনাক্ত হয়। এর কয়েক মাস পর ১৯৮৬ সালে সমুদ্রবিজ্ঞান–বিষয়ক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান উডস হোল ওশেনোগ্রাফিক ইনস্টিটিউশনের (ডব্লিউএইচওআই) গবেষক দল ধ্বংসাবশেষটির ভিডিও ধারণ করেন। তখনকারই একটি বিরল ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে ডব্লিউএইচওআই।

আটলান্টিক মহাসাগরের প্রায় দুই মাইল (তিন কিলোমিটার) গভীরে ভিডিওটি ধারণ করা হয়েছে। একটানা ধারণ করা ৮০ মিনিটের ভিডিও ফুটেজটির বেশির ভাগ অংশই এত দিন অপ্রকাশিত ছিল। এ ভিডিওতে ডুবে যাওয়া জাহাজটির ভেতরের অবস্থা দেখা গেছে। জাহাজের ডেক ও বিভিন্ন সরঞ্জাম দেখা গেছে। আশপাশে সামুদ্রিক প্রাণীদের সাঁতার কেটে বেড়ানোর দৃশ্যও উঠে এসেছে ফুটেজে।

টাইটানিক ডুবে যাওয়ার পর ধ্বংসাবশেষ খুঁজে পেতে নানা প্রচেষ্টা চলছিল। অনেক বছরের চেষ্টার পর ১৯৮৫ সালের সেপ্টেম্বরে রবার্ট ব্যালার্ডের নেতৃত্বে একটি দল সাগরের তলদেশে ধ্বংসাবশেষটি খুঁজে পেতে সক্ষম হয়।

ডব্লিউএইচওআইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮৫ সাল নাগাদ আরগো স্লেজ ক্যামেরাসহ নতুন ইমেজিং প্রযুক্তি তৈরি করে ডব্লিউএইচওআই। নর নামের একটি গবেষণা জাহাজ থেকে ক্যামেরাটি পরিচালনা করা হয়েছিল। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মহাসাগরের ১২ হাজার ৪০০ ফুটের বেশি গভীরে পড়ে থাকা জাহাজটির ধ্বংসাবশেষের ছবি তোলা হয়।

পরের বছর (১৯৮৬ সাল) আলভিন নামের একটি ডুবোজাহাজে চড়ে ডব্লিউএইচওআইয়ের একটি দল প্রথমবারের মতো সশরীর ডুবে যাওয়া জাহাজটির ধ্বংসাবশেষ দেখতে সাগরের তলদেশে যায়। দূরনিয়ন্ত্রণের মাধ্যমে ডুবোজাহাজটি পরিচালনা করেন জ্যাসন জুনিয়র। নতুন প্রকাশিত ভিডিওটি সে সময়ই ধারণ করা হয়েছিল।

টাইটানিক জাহাজ তৈরির সময় এটিকে অনেকটাই দুর্ভেদ্য জাহাজ হিসেবে উল্লেখ করা হয়েছিল। জাহাজের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ঘোষণা করেছিল, তাদের জাহাজটি কোনো দিন ডুববে না। ১৯১২ সালের ১০ এপ্রিল যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে প্রমোদতরিটি প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করে। টাইটানিকের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। যাত্রা শুরুর তিন দিন পর ১৯১২ সালের ১৪ এপ্রিল আটলান্টিকে একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে টাইটানিক ডুবে যায়। ওই ঘটনায় দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

এই জাহাজডুবির ঘটনাকে উপজীব্য করে ১৯৯৭ সালে চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরনের নির্মিত ‘টাইটানিক’ চলচ্চিত্রটি মুক্তি পায়। চলচ্চিত্রটি মুক্তির ২৫ বছর পূর্তিতে এটি আবারও মুক্তি দেওয়া হয়েছে। একই সময়ে টাইটানিকের বিরল ভিডিওচিত্রটিও প্রকাশ পেল।

Facebook Comments Box

Posted ১১:০৭ এএম | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।