| সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 95 বার পঠিত
বরগুনা তালতলী উপজেলার সোনাকাটা ফাতরান বন থেকে সারে তিন কোটি টাকা মূল্যের একটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ১৩ ইঞ্চি লম্বা ও ২০১ গ্রাম ওজনের ওই তক্ষকটি উদ্ধার করা হয়। তক্ষকটির বাজার মূল্য প্রায় সারে তিন কোটি টাকা।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোন ছকিনা স্টেশনের পেটি অফিসার মোকসেদুর রহমান। তিনি জানান, নিয়মিত টহল পরিচালনা সময়ে সোনাকাটা ফাতরার বনের মধ্য এক ব্যক্তিকে প্লাস্টিকের ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে ওই ব্যক্তিকে টহল সদস্যরা কাছে ডেকে কথা বলতে চাইলে সে তার কাছে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি জীবন্ত তক্ষক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত তক্ষকটিকে বন বিভাগ ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে বলেও জানান অফিসার মোকসেদুর।
Posted ১১:৪৮ পিএম | সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।